নির্ধারিত সময়েই আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল

Home Page » ক্রিকেট » নির্ধারিত সময়েই আসছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০১৭



 ফাইল ছবি বঙ্গ-নিউজ: ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যকার বেতন-ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে।

বৃহস্পতিবার দুই পক্ষই সমঝোতায় আসার ঘোষণা দিয়েছে। ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে সেই শঙ্কা তৈরি হয়েছিল সেটি দূর হলো। নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসবেন স্টিভেন স্মিথরা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সিএ এবং এসিএ’র মধ্যকার দ্বন্দ্বের কারণে সেই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দুই পক্ষই সমঝোতায় আসায় শঙ্কার মেঘ দূর হলো।

সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এবং এসিএ’র প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসন আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবারই সমঝোতার ঘোষণা দেবেন। এক বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে সংবাদ সম্মেলনে বসার কথা সিএ এবং এসিএ কর্তাদের।

গত ২০ বছর ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যেই রাজস্ব সুবিধা ভোগ করে আসছেন সম্প্রতি সেটিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় সিএ। আর তাতেই বেঁকে বসেন স্মিথ-ওয়ার্নাররা।

শেষ পর্যন্ত এসিএ’র দাবি মেনে নিতেই হয় বোর্ডের। অবশ্য এক্ষেত্রে এসিএ-ও হয়তো কিছুটা ছাড় দিয়েছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পর যেটি স্পষ্ট হবে।

সিএ’র শর্ত মেনে চুক্তিতে স্বাক্ষর না করায় ১ জুলাই থেকে কার্যত বেকার হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের প্রায় ২৩০ জন ক্রিকেটার। এসিএ’র প্রস্তাব না মেনে নিলে স্মিথরা যেকোনো ধরনের সফর ও সিরিজ বর্জনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবারও স্মিথ জানিয়েছেন, সমঝোতা চুক্তি ছাড়া তারা বাংলাদেশ সফরে যাবেন না। এর দু’দিন পরই দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। এর আগে সিএ সমঝোতা চুক্তি না করায় অস্ট্রেলিয়া এ দল দক্ষিণ আফ্রিকা সফর বর্জন করে।

বাংলাদেশ সময়: ১২:১৪:৪৮   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ