হাইকোর্টে ‘হাঙ্গামা’

Home Page » জাতীয় » হাইকোর্টে ‘হাঙ্গামা’
বুধবার, ২ আগস্ট ২০১৭



বঙ্গ-নিউজ: মোবাইলে রিংটোন, ওয়েলকামটোন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে হিন্দী গান, ভারতীয় বাংলা গান ও উপমহাদেশের যে কোন দেশের সিনেমার গান ব্যাবহারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ ও রুলে পক্ষভূক্ত হয়েছে মোবাইল ফোন ভিত্তিক কনটেন্ট নির্মাতা ভারতীয় প্রতিষ্ঠান হাঙ্গামা।হাইকোর্টহাইকোর্টবুধবার (২ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভারতীয় ওই কোম্পনীর পক্ষভূক্ত হওয়ার আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে ভারতীয় হাঙ্গামার পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীবুল ইসলাম। রিটকারী প্রতিষ্ঠান মিউজিক ইন্ডাষ্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস,মেহেদী হাসান চৌধুরী ও ব্যারিস্টার উপমা বিশ্বাস।

এর আগে ২০১৫ সালের ৯ জুলাই মোবাইলে রিংটোন, ওয়েলকামটোন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে হিন্দী গান, ভারতীয় বাংলা গান ও উপমহাদেশের যে কোন দেশের সিনেমার গান ব্যাবহারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে এসব গান ব্যবহারকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

সংস্কৃতি সচিব, আইন, স্বরাষ্ট্র ও তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়।বর্তমানে রুলটি বিচারাধীন রয়েছে।
হাইকোর্টে মিউজিক ইন্ডাষ্ট্রিজ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সেক্রেটারী বাদী হয়ে রিট আবেদনটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০:৫৫:৫৭   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ