গুরুতর অসুস্থ সংগীতশিল্পী আবদুল জব্বার,আইসিইউতে ভর্তি ,

Home Page » এক্সক্লুসিভ » গুরুতর অসুস্থ সংগীতশিল্পী আবদুল জব্বার,আইসিইউতে ভর্তি ,
বুধবার, ২ আগস্ট ২০১৭



বঙ্গ-নিউজ: গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী আবদুল জব্বার। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২০ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউর তিন নম্বর কেবিনে ভর্তি করা হয়।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে বলে গণমাধ্যমকে জানান আসংগীতশিল্পী আবদুল জব্বারবদুল জব্বারের ছেলে বাবু জব্বার। বাবু বলেন, ‘হঠাৎ করেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে বিকেলে আইসিইউতে আনা হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

তিনি আরো বলেন, গত দুদিন ধরেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। আবদুল জব্বারের প্রেসার একেবারেই নেমে যাচ্ছে, পায়ে পানি নেই। তিন মাস হাসপাতালে শুয়ে আছেন। তাই পিঠের অনেক স্থানে ঘা হয়ে গেছে।

বাবু জব্বার আরো বলেন, প্রতিদিন ইনজেকশন দিতে হচ্ছে। অনেক টাকা যাচ্ছে। হাতের সবই প্রায় শেষ। এত টাকা কোথায় পাব? মাননীয় প্রধানমন্ত্রী দু’বছর আগে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:১৬:২১   ৭০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ