সাংবাদিক গ্রেফতার:প্রসঙ্গ ছাগলের ছবি ফেসবুকে শেয়ার

Home Page » এক্সক্লুসিভ » সাংবাদিক গ্রেফতার:প্রসঙ্গ ছাগলের ছবি ফেসবুকে শেয়ার
মঙ্গলবার, ১ আগস্ট ২০১৭



বঙ্গ-নিউজ: ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করায় খুলনার এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সাংবাদিকের নাম আব্দুল লতিফ মোড়ল। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।৫৭ ধারায় মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলা সআব্দুল লতিফ সাংবাদিকদরের বাসা থেকে সাংবাদিক আব্দুল লতিফ মোড়লকে গ্রেফতার করা হয়।

ডুমুরিয়া থানার-পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলাটি করেন। পরে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ডুমুরিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস সকালে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দের ছবি দিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে তার মানহানি করেছেন আব্দুল লতিফ। এমন অভিযোগ করে সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি সোমবার রাতে লতিফের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়েন করেন।

তিনি আরো বলেন, মামলার সঙ্গে কিছু নথি জমা দিয়েছেন বাদী। বাদীর নথি দেখে আমরা দেখি সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়া আলামত রয়েছে। মামলার পর তদন্তের ভিক্তিতে আসামি লতিফকে গ্রেফতার করা হয়। তদন্ত করে দেখা হবে বিষয়টা।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত ২৯ জুলাই মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ তাঁর নিজ এলাকা ডুমুরিয়ায় কয়েকজন দুস্থের মাঝে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করেন। জুলফিকার আলী নামের এক ব্যক্তির পাওয়া ছাগল এদিন রাতেই মারা যায় বলে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এবং আব্দুল লতিফ তার নিজ ফেসবুকে শেয়ার করেন।

ডুমুরিয়া থানার-পুলিশ জানায়, গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ (মঙ্গলবার) সকালে লতিফকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১৫   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ