‘ইউনূস সেন্টারের সম্মেলনে বাধা দিয়ে সরকার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে’-মির্জা ফখরুল

Home Page » জাতীয় » ‘ইউনূস সেন্টারের সম্মেলনে বাধা দিয়ে সরকার দেশের ভাবমূর্তি নষ্ট করেছে’-মির্জা ফখরুল
শুক্রবার, ২৮ জুলাই ২০১৭



মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বঙ্গ-নিউজঃ   ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না পাওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকারের এ ধরনের বাধা দেয়ার ঘটনা নজিরবিহীন ও ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ। আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেয়ায় সরকার বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করেছে। সরকারের এই একগুঁয়েমি সিদ্ধান্ত দেশের জন্য অশুভ বার্তা। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনূস সেন্টার কর্তৃপক্ষ সম্মেলনের বিষয়টি অবহিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দফতরে গত ২০ জুলাই চিঠি পাঠিয়েছিল। ব্যক্তি আক্রোশ, স্বেচ্ছাচারিতা ও একতরফা আধিপত্য এখন বাংলাদেশের রাষ্ট্রচরিত্র। যার আবারো বহিঃপ্রকাশ দেখা গেল ইউনূস সেন্টার আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পুলিশি বাধার মধ্য দিয়ে।

তিনি বলেন, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার তথা গণতন্ত্র যে কত বিপন্ন, তা এই ঘটনায় বিশ্ববাসীর কাছে আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির অংশ নেয়ার কথা ছিল। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। আমন্ত্রিত পাঁচশ বিদেশি অতিথির মধ্যে প্রায় দুইশ অতিথি এরই মধ্যে ঢাকায় উপস্থিতও হয়েছেন।

ড. ইউনূসের সম্মেলন ব্যক্তি আক্রোশের শিকার:রিজভী

ইউনূস সেন্টার আয়োজিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক সম্মেলনের অনুমতি না দেয়ার কড়া সমালোচনা করেছে বিএনপি। শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ব্যক্তি আক্রোশের কারণেই সরকার এই সম্মেলন করার অনুমতি দেয়নি। তিনি দাবি করেন, সরকারের এ সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। দেশীয় কর্মসূচির পর এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে বাধা দেওয়া স্বৈরতন্ত্রেরই হিংস্ররুপ। এতে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরো গভীর হবে।

বাংলাদেশ সময়: ২১:০১:২৬   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ