এক বলে ৮ রান!

Home Page » খেলা » এক বলে ৮ রান!
শুক্রবার, ২৮ জুলাই ২০১৭



স্টিভ ডেভিস
বঙ্গ-নিউজঃ একটি বৈধ ডেলিভারি থেকে ব্যাটসম্যান সর্বোচ্চ কত রান করতে পারেন? মুখ ফসকে ৬ রান বলে দেওয়ার আগে একটু ভাবুন। নো বল কিন্তু নয়, একদম বৈধ ডেলিভারি থেকেও ৭ রান পাওয়া তো সম্ভব! টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল এই ঘটনা দেখা গেল কাল। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে সমারসেট-কেন্ট ম্যাচে।

৩২ বলে ৬২ রানের ইনিংস খেলার পথে এই রান যোগ হয়েছে স্টিভ ডেভিসের নামের পাশে। ৭টি চার, ২টি ছয় ও ১টি সাত মেরেছেন ডেভিস! পেয়েছেন বলাই ভালো। দৌড়ে ৩ রান নিয়েছিলেন ডেভিস, সে সময় কেন্টের উইকেটরক্ষক স্যাম বিলিংস পাগলাটে এক থ্রো করেন। সেটি ৪ হয়ে যায়। আইন অনুযায়ী পুরো ৭ রান যোগ হয় ব্যাটসম্যানের নামের পাশে।
নিশ্চয়ই ভাবছেন, ও এই কথা! এ আর এমন কী! তাহলে চমক কিছু জমিয়ে রাখুন। কারণ এক বলে ৮ রানও উঠতে পারে। উঠেছে। সেটিও টেস্ট ক্রিকেটে!
২০০৮ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ব্রিসবেন টেস্টে এ ঘটনা ঘটেছিল। অ্যান্ড্রু সাইমন্ডস দৌড়ে ৪ রান নেন। নিউজিল্যান্ডের বোলার ইয়ান ও’ব্রায়েনের ওভার থ্রো থেকে আসে আরও ৪ রান।
টেস্ট ক্রিকেটে এর আগেও এমন তিনটি ঘটনা ঘটেছে বলে জানা যায়। এর মধ্যে ২০০৪-০৫ মৌসুমে পোর্ট অব স্পেনে ব্রায়ান লারা নিকি বোয়ের বলে গ্ল্যান্স করে ৩ রান নিয়েছিলেন। বাকি ৫ রান এসেছিল ফিল্ডারের থ্রো মাটিতে রাখা হেলমেটে গিয়ে লাগায় জরিমানা হিসেবে। জরিমানার রান অবশ্য ব্যাটসম্যানের নামের পাশে যোগ হয় না। আগে রানটা ব্যাটসম্যানকেই দেওয়া হতো, পরে আইনের সংশোধন করা হয়। অতিরিক্ত খাত থেকে দল ৫ রান পেলেও ব্যাটসম্যান তা পান না।
লারার এ নিয়ে দুঃখবোধ থেকে থাকলেও থাকতে পারে। কারণ ওই ইনিংসে ১৯৬ রানে আউট হয়েছিলেন তিনি!

বাংলাদেশ সময়: ১৮:১৬:৫০   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ