পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি

Home Page » সারাদেশ » পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭



প্রতীকী ছবি

বঙ্গ-নিউজঃ বরিশালের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান ও জেলার পুলিশ সুপার আক্তারুজ্জামানসহ পুলিশের ২০ কর্মকর্তার কর্মস্থল রদবদল করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, শেখ মোহাম্মদ মারুফ হাসানকে নৌ পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বরিশালে তার স্থলাভিষিক্ত হয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

একইসঙ্গে বরিশালের পুলিশ সুপার আক্তারুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে এআইজি এবং ডিএমপির উপকমিশনার সাইফুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যমতে, নৌ পুলিশের ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি টিআর পদে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) শৈবাল কান্তি চৌধুরীকে এসপিবিএনের ডিআইজি (চলতি দায়িত্ব) এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার এ ওয়াই এম বেলালুর রহমানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি চলতি দায়িত্ব) ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিককে সদর দপ্তরের ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া, পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল কাদেরকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার সেলিম খানকে এসপিবিএনের পুলিশ সুপার, নওগাঁ জেলার পুলিশ সুপার মোজাম্মেল হককে ডিএমপির উপকমিশনার, এসপিবিএনের পুলিশ সুপার ইকবাল হোসেনকে নওগাঁর পুলিশ সুপার, ডিএমপির সাবেক উপকমিশনার ও বর্তমানে সিলেট রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত জিললুর রহমানেক ট্যুরিস্ট পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার ফারুক আহমেদকে ৫ম এসপিবিএনের অধিনায়ক, ৫ম এসপিবিএনের অধিনায়ক ছিবাগাত উল্লাহকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সারোয়ার মোর্শেদ শামীমকে টিঅ্যান্ডআইএমে, খুলনা পিটিসির পুলিশ সুপার তাসলীমা খাতুনকে খুলনার আরআরএফে কমাড্যান্ট হিসেবে ও ডিএমপির উত্তরা বিভাগের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে হবিগঞ্জের পুলিশ সুপার ও হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব ভদ্রকে ডিএমপির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৩১:৩৪   ৫৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ