ফয়সাল হাবিব সানি’র কবিতা `বিষাদকাব্য-৩’

Home Page » সাহিত্য » ফয়সাল হাবিব সানি’র কবিতা `বিষাদকাব্য-৩’
মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭



 প্রতিকী ছবি

এ চোখের সাথে একদিন সমুদ্র দেখতে গিয়েছিলাম।
সমুদ্র দেখার ইচ্ছে না থাকলেও কোনো একদিন কি কারণে যেন সমুদ্রের ইচ্ছে হয়েছিলো অামাকে দেখার-
তখন সমুদ্রের উচ্ছ্বল যৌবন অামাকেও রোমাঞ্চিত করেছিলো।
কেউ কি জানো, জন্মলগ্ন থেকেই কি এক বিষাদ সমুদ্রের বুকে বসবাস করে!
অামি জানি, সমুদ্রের বুকেও সে কি এক বিষাদ লুকিয়ে রয়েছে! সমুদ্রও তাই বিষাদ থেকে মু্ক্ত নয়; সমুদ্রও বিষাদে ডুবে থাকে
অাবার কখনো কখনো মানুষকেও ডুবিয়ে দেয়!
তবে বিষাদে নয়,
অমোঘ মৃত্যুতে!
লবণের বিষাদে যে সমুদ্র তিক্ত
অামি জানি, তিক্ততায় অন্তবনতি ও পরিণতি তার!

লবণের রঙ সাদা বলে সমুদ্রের বুকে অঢেল জমে থাকা বিষাদের রঙও নির্দ্বিধায় `সাদা’!
কিন্তু মানুষের বিষাদের কোনো রঙ নেই বলে জীবনেরও কোনো রঙ নেই মানুষের;
রঙহীন জীবন নিয়েই তবু মানুষের এতো কিছু…
কেননা বিষাদ ও জীবন সে তো একই সূত্রে অাজন্ম গ্রথিত!
অামার মাঝে মাঝে মনে হয়, বিষাদের কোনো রঙ অাবিষ্কৃত হয়নি বলে জীবনের রঙও অনাবিষ্কৃতই থেকে গেছে অাজও
অার মানুষের বিষাদের কোনো রঙ অাবিষ্কার করা সম্ভব নয় বলে যেন জীবনেরও কোনো রঙ, কোনো বর্ণ অাবিষ্কৃত হবে না এ জন্মে কোনোদিন!
জীবনের কাব্য যেন তাই বিষাদে মোড়ানো কোনো এক অনিবার্য নিয়তি অামাদের…
অার এজন্যই হয়তো এ জন্মের অারেক নাম অামার কাছে `বিষাদকাব্য’!

বাংলাদেশ সময়: ১৬:২১:৪৩   ৫১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ