‘এ বাজেট জনগনের কোন উপকারে আসবে না’

Home Page » জাতীয় » ‘এ বাজেট জনগনের কোন উপকারে আসবে না’
শুক্রবার, ৭ জুন ২০১৩



moudud_press-c-300x200.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ মহাজোট সরকারের ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজটের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বাজেটের কারণে বিনিয়োগ কমবে, বাড়বে দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি। এ বাজেট জনগণের কোনো উপকারে আসবে না।শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইসলামিক পার্টি আয়োজিত ‘পরমত সহিঞ্চুতাই একটি কার্যকর ও প্রাণবন্ত জাতীয় সংসদের পূর্ব শর্ত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মওদুদ বলেন, শেষ সময়ে বাজেটে একটি ‘বিউটিফুল বেলুন’ প্রস্তাব করেছে সরকার। বেলুন যেমন আকাশে ছেড়ে দিলে সুন্দর দেখায় তবে কারো উপকারে আসে না। ঠিক তেমনি প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না।

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে না দাবি করে তিনি বলেন, এতে করে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বাড়বে, বিনিয়োগ কমবে। মানুষের ভোগান্তির সৃষ্টি হবে। জনগগণের ক্রয়-ক্ষমতা লোপ পাবে।

মওদুদ বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এত কর আদায় করা সম্ভব হবে না। যদিও আদায় করা হয় তবে তার অর্ধেক অপচয় হবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, একটি কন্টেইনার পোর্ট স্থাপন করা হবে নারায়ণগঞ্জের বন্দরে। তার টেন্ডার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় ওয়েব সাইটে দেয়া হয়েছে। এ বিষয়ে আমি সংসদে বক্তব্য রাখলেও সরকার দলীয় নেতারা তার সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি।

ইসলামিক পার্টির সভাপতি আবদুল মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, এনডিপির সভাপতি গোলাম মোর্তুজা ও ন্যাপ ভাসানীর আনোয়ারুল হক।

বাংলাদেশ সময়: ১৫:১৯:২৭   ৪৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ