বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: সৈয়দ আশরাফ

Home Page » জাতীয় » বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন হবে: সৈয়দ আশরাফ
শুক্রবার, ৭ জুন ২০১৩



4925_1.jpgতোহা,বঙ্গ- নিউজ ডটকমঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে আগামী নির্বাচন পরিচালিত হবে। নির্বাচন পরিচালনায় কোনো অনির্বাচিত সরকার আওয়ামী লীগ মানবে না। ঐতিহাসিক ছয়দফা উপলক্ষে শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ মুখপাত্র একথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এই সরকারের অধীনে আগামী নির্বাচন পরিচালিত হবে। আমরা বার বার বলছি- এখানে অরাজনৈতিক ও অনির্বাচিত কোনো সরকার আওয়ামী লীগ গ্রহণ করবে না।’ এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আল্লাহ’র চেয়ে বেশি- যেসব বুদ্ধিজীবী এমন সমালোচনা করছেন, তা তাদের মুখে মানায় না। বাংলাদেশের বুদ্ধিজীবীদের মস্তিস্কের উর্বরা শক্তি কমে গেছে কিনা তা নিয়ে আমরা আতঙ্কিত।’ প্রসঙ্গত, ঐতিহাসিক ছয়দফা দিবস আজ। ১৯৬৬ সালের এইদিনে তৎকালীন পাকিস্তান সরকারের কাছে ছয়দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর প্রেক্ষিতে পশ্চিমা শাসকদের বিরুদ্ধে দেশব্যাপী তীব্র আন্দোলন সূচিত হয়। যার রেশ ধরেই ১৯৬৯’র গণঅভ্যুত্থান এবং ১৯৭১ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা অর্জিত হয়। দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১৬:৫১   ৪২৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ