ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের কথা বলছি? ঐ যে কিনা বাংলা ছবির সৎ পুলিশ অফিসারের মত বদলে দিতে চেয়েছেন ঠাকুরগাঁও জেলা কে। আগের দিনের বাংলা ছবিতে প্রায়ই দেখা যেতো, “অপরাধে ঘেরা একটি শহরে আসে সৎ একজন পুলিশ অফিসার আসেন যিনি পুরো শহরকে সৎ রাখতে চান, মানুষকে নিরাপত্তা দিতে চান, জনগনের সাথে বন্ধুর মত বিনয়ি নম্র ব্যবহার করেন “আদতে কি এইরকম হয় ?
হ্যা অবশ্যই এই রকম বাস্তবেই পরিনত হচ্ছে ঠাকুরগাঁও জেলায় । অনেকেই জানে আর অনেকেই হয়তো জানে না। সত্যিই এরকম একজন পুলিশ অফিসার আছেন হামার ঠাকুরগাঁওয়ে উনার নাম দেওয়ান লালন আহমেদ ।
২০১৬ সালের শেষের দিকে ঠাকুরগাঁও জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। শুরু থেকেই উনি আধুনিকতা এবং দক্ষতার সাথে তার মেধার বিকাশ ঘটিয়ে অপরাধ কমাতে থাকেন। তিনিই একমাত্র ঠাকুরগাঁওয়ে প্রথম কোন পুলিশ অফিসার যিনি কিনা বাংলাদেশে এতো আধুনিকতা, প্রযুক্তি, টেকনোলজি, সততা এবং দক্ষতা দিয়ে অপরাধ দমাতে চেষ্টা করে যাচ্ছেন ও অনেক গুলো ঘটনার সফলতা এনেছেন।
ঠাকুরগাঁওয়ে যে কোন মানুষ উনাকে বন্ধু ভাবতে পারে। কোন সাধারন মানুষ সমস্যায় পড়ে থানায় উপকার না পেলে তাকে সরাসরি সমস্যা কথা জানাতে পারে বলে অনেকেই জানিয়েছেন।
বাংলা ছবির পরের দৃশ্যগুলোর কথা মনে আছে এই তো অনেকের ? সেই সৎ পুলিশ অফিসারটি যখন অপরাধ কমিয়ে আনে ঠিক তখনই ক্ষমতাবান কিছু উচু শ্রেণীর মানুষ সেই সৎ পুলিশ অফিসারটিকে বদলি দেওয়ার জন্য উঠে পরে লাগে। বাস্তবে এমনই হতে পারে। আসলে এটি সৎ পুলিশ অফিসারের পুরস্কার ? আমাদের ঠাকুরগাঁওয়ে যেন এমনটি না হয়……।
ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন বাজারের প্রকাশ্যে মাদক বিক্রি করা হত সম্প্রতি পুলিশ সুপার ফারহাত আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালনের উনার নেতৃত্ব তা অনেকাংশে দমন হয়েছে।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ে রাণীংশকৈল উপজেলা শিশু অপহরণের পর হত্যার ঘটনার অভিযুক্ত খুনিকে প্রযুক্তি ও টেকনোলোজির ব্যবহারের মাধ্যেমে খুনি ধরেছেন দেওয়ান ললন আহমেদ ও অন্যান্য সদস্যরা। এছাড়া ঠাকুরগাঁও জঙ্গিবিরোধী অভিযানের তার দক্ষতার পরিচয় পাওয়া যায়।
গত ১১ জুলাই ঠাকুরগাঁওয়ে একটি আলোচিত খুনের ঘটনায় আবারো দক্ষতার পরিচয় দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। ঘটনায় ৫ দিনে নিরলস পরিশ্রমের মধ্যে অভিযুক্ত খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তিনি ও তার বাহিনী।
অভিযুক্ত খুনিকে মোবাইল টেকনোলজি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবরহার করে অবশেষে নওগাঁ জেলা শহর থেকে আটক করে।
সেই আলোচিত খুনের ঘটনায় অভিযুক্ত আটক করায় ঠাকুরগাঁও পুলিশ প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহলের মানুষ। পুলিশের এরই দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজের অপরাধ কমানোর আহবান জানিয়েছেন সাধারণ জনগন।
পুলিশ অফিসার দেওয়া লালন আহমেদ শুধু পুলিশ নয় তিনি একজন কবি, লেখক ও গায়ক। সম্প্রতি একাত্তরের পচিশে মার্চের কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে ‘সে রাত ছিল একাত্তরের ভয়াল কালো পচিশে মার্চ’ শিরোনামে একটি গান নির্মান করা হয়েছে। গানটির কথা লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর করেছেন সাজেদ ফাতেমী এবং কন্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিন। মুক্তিযুদ্ধ’ নিয়ে এর আগে তার ‘বাবার চোখে মুক্তিযুদ্ধ’ ও ‘পুলিশের খেরোখাতা ‘ নামে দুটি বই বের হয়েছে।
এক আলোচনা তার সাথে কথা বললে তিনি জানান, মুক্তিযুদ্ধকে নিয়ে আমার সৃষ্টিশীল কোন কিছু করার স্বপ্ন বুকে ধারন করি বলেই এই গানটি করা হয়েছে, যা পুলিশের একাত্তরের অবদান নিয়ে প্রথম গান। গানটি পুলিশের শ্রেষ্ঠত্ব বহন করবে বলে আমি বিশ্বাস করি। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সবসময় বুকে ধারন করি মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের উপর সৃষ্টিশীল কাজ। আমি আপ্লুত পচিশে মার্চে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশের যে অবদান তা গানের মাধ্যমে তুলে ধরতে পেরে।
আইন, বিধি, সমাজ ও জনগণ কর্তৃক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে মানুষের সুখ-দুঃখ হরণ বা বরণ করার প্রধানতম সরকারি চাকরি হল পুলিশের চাকরি। তবে সিদ্ধান্ত একজন পুলিশ অফিসারের সম্পূর্ণ স্বকীয়। তিনি নিজেই সিদ্ধান্ত নিবেন, তিনি আইনী ক্ষমতা প্রযোগ করে বেহেস্তে যাওয়ার কাজ করবেন, না আইনী ক্ষমতার অপব্যবহার করে নরকে যাবার পথ প্রশস্থ করবেন। পথের স্বকীয় কোন সত্ত্বা নেই। পথিকই পথকে স্বর্গীয় কিংবা নারকীয় করে তোলে। অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ তার পেশার পথটিকে আসলেই স্বগীয় করে তুলবেন। তিনি নিজে সম্মানিত হবেন, তার পুলিশ বাহিনীকেও সম্মানিত করে তুলবেন এরই প্রত্যাশা।
লেখক: তানভীর হাসান তানু
সাংবাদিক, দৈনিক ইত্তেফাক
ঠাকুরগাঁও।
বাংলাদেশ সময়: ২১:৪৭:০৪ ৫১১ বার পঠিত