রাশিয়ার বিমান প্রদর্শনীতে মিগ-৩৫

Home Page » বিশ্ব » রাশিয়ার বিমান প্রদর্শনীতে মিগ-৩৫
বুধবার, ১৯ জুলাই ২০১৭



---

বঙ্গ-নিউজঃ রাশিয়ায় আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান প্রদর্শনী ‘ম্যাকস-২০১৭’। এবারের প্রদর্শনীর প্রধান আকর্ষণ হলো রাশিয়ার সামরিক বাহিনী নতুন প্রজন্মের অত্যাধুনিক মিগ-৩৫ বহুমুখী যুদ্ধবিমান।

মিগ-৩৫ হচ্ছে ফোর প্লাস জেনারেশনের যুদ্ধবিমান। এটি মিগ-২৯ কে/কেইউবি এবং মিগ-২৯ এম/এম ২ যুদ্ধ বিমানের একটি উন্নত সংস্করণ। এ ছাড়া এটি মিগ সিরিজের ১৩তম সংস্করণ। মিগ-৩৫ বিমানটিতে যুদ্ধ, উড্ডয়নের ক্ষমতা বাড়ানো হয়েছে। এতে উন্নতমানের অস্ত্র ধারণক্ষমতা রাখা হয়েছে। এই যুদ্ধবিমানে থাকছে এয়ার-টু-এয়ার, এয়ার-টু-সারফেস অস্ত্র। চলতি বছরের জানুয়ারিতে এটির পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। তবে ২০০৭ সালে বেঙ্গালুরুর এয়ার শোতে প্রথমবারের মতো মিগ ৩৫ যুদ্ধবিমান প্রদর্শন করে রাশিয়া। কিন্তু সেই সময়ে অনেক কিছুই ছিল না এতে। ধাপে ধাপে যদিও এই যুদ্ধবিমানের সক্ষমতা আরও বাড়ানো হয়েছে।

মিগ এয়ারক্রাফট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া তারাশেঙ্কো রাশিয়ার সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, এবারের ম্যাকস বিমান প্রদর্শনীতে আমরা মিগ-৩৫ যুদ্ধবিমান উন্মোচন করতে যাচ্ছি। আমরা এর রপ্তানি নিয়ে আলোচনার পরিকল্পনা করেছি।

বিমান প্রদর্শনীতে অংশ নিচ্ছে সারা বিশ্বের ১৮০টি প্রতিষ্ঠান। এ ছাড়া ১০টি জাতীয় প্যাভিলিয়ন রয়েছে এতে। ভারতের তিনটি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। সেগুলো হলো হিন্দুস্তান অ্যারোনেটিকস লিমিটেড, লারসেন ও টাবরো।

দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোস্টেক করপোরেশনের ইন্টারন্যাশনাল কো অপারেশন অ্যান্ড রিজওনাল পলিসির প্রধান ভিক্টর নিকোলাভিচ ক্লাদভ বলেছেন, এটি বিশ্বের অন্যতম চারটি বড় বিমান প্রদর্শনীর একটি। এটি বিশাল আয়োজন। রাশিয়া থেকে ৮০০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া ৩৭টি দেশ থেকে ১৮০টি কোম্পানি এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:১৪   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ