ইসলাম ধর্ম গ্রহণ করতে চাওয়ার অপরাধে মেয়েকে হত্যা

Home Page » এক্সক্লুসিভ » ইসলাম ধর্ম গ্রহণ করতে চাওয়ার অপরাধে মেয়েকে হত্যা
মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭



বঙ্গ-নিউজ: মুসলিম তরুণের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাওয়ার ‘অপরাধে’ এক ইসরায়েলি তরুণীকে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম হারিটজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জেলে আছেন, এমন এক মুসলিম তরুণের সঙ্গে হেনরিয়েটা কারার প্রেমের কথা জেনে গিয়েছিলেন তার বাবা সামি কারা। প্রেমিকের জন্য হেনরিয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করতে মনস্থির করেছিলেন।হেনরিয়েটা কারার

হেনরিয়েটার মা আলিহাম পুলিশকে জানান, মুসলিম তরুণের সঙ্গে তাদের মেয়ের প্রেমের কথা জানতে পেরে অপমানিত বোধ করেন সামি কারা। পরিবার থেকে এ প্রেমের সম্পর্ক ছিন্ন করার জন্য হেনরিয়েটার ওপর বারবার চাপ দেওয়া হয়।

এক পর্যায়ে বাড়ি ছেড়ে চলে যান হেনরিয়েটা। এরপর বিভিন্ন যায়গায় আত্মগোপনে থাকেন তিনি। প্রেমিকের মায়ের বাড়িতেও কিছুদিন লুকিয়ে থাকতে হয়েছে তাকে। এক পর্যায়ে হেনরিয়েটার পরিবার তার প্রেমিকের মাকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়।

বাড়ি ছাড়ার দুই সপ্তাহ পর গত ১৩ জুন হেনরিয়েটাকে হত্যা করা হয়। খুন হওয়ার এক সপ্তাহ আগে পুলিশের কাছে করা অভিযোগে ওই তরুণী জানান, তার বাবা তাকে মারধর করেছে ও হত্যার হুমকি দিয়েছে।

হেনরিয়েটাকে পরে তার বাবা-মায়ের বাসার রান্নাঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫২   ৩৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ