৩ হাজার ৯৬ বস্তা সরকারি চালসহ পাঁচজন আটক

Home Page » অর্থ ও বানিজ্য » ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চালসহ পাঁচজন আটক
মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭



আটককৃত সরকারী চাল
বঙ্গ-নিউজ: চট্টগ্রামে পাচারের সময় ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চালসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, নগরের হালিশহর খাদ্য গুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমা এবং ট্রাক চালক ও সহকারী শামসুল হুদা মো. মিজান, মো. শফিউল ও মো. উসমান।গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে নগরের হালিশহর ও সিটি গেট এলাকা থেকে তাঁদের আটক ও ট্রাকভর্তি চালগুলো উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব-৭ চট্টগ্রামের লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে হালিশহর সিএসডি গুদাম এলাকা থেকে সোমবার গভীর রাতে সরকারি চাল ভর্তি চারটি ট্রাক আটক করা হয়। চালের বস্তাগুলোর ওপর ‘খাদ্য অধিদপ্তর’ লেখা রয়েছে। ট্রাক চালকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুদাম এলাকার সরকারি বাসা থেকে হালিশহর খাদ্য গুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের সিটি গেট এলাকায় আরেকটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও তিনটি ট্রাক আটক করা হয়। সরকারি চাল হলেও এগুলো বেসরকারি গুদামে ছিল।

আশেকুর রহমান আরও বলেন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে র‍্যাব কথা বলে নিশ্চিত হয়েছে উদ্ধার করা চাল সরকারি গুদামের। এগুলো কীভাবে বাইরে পাচার করা হচ্ছে, পেছনে কারা জড়িত তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪৬   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ