বন্যার পানি কমলেও ছড়িয়ে পড়ছে রোগবালাই

Home Page » অর্থ ও বানিজ্য » বন্যার পানি কমলেও ছড়িয়ে পড়ছে রোগবালাই
সোমবার, ১৭ জুলাই ২০১৭



 বঙ্গ-নিউজ:ফাইল ছবি দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনও কমেনি। বিশুদ্ধ পানির সংকট। তার ওপর পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে নানা রোগবালাই। সরাকারি-বেসরকারিভাবে ত্রাণ দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। অনেকের বাড়িঘর এখনও পানির নিচে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের।

মাদারীপুরে অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মার পানি। হাকালুকি হাওরপাড়ের বড়লেখায় বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। উপজেলার সুজানগর ও তালিমপুর ইউনিয়নে ডায়রিয়া, নিউমোনিয়া ও চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিন দিনে প্রায় ৪৫০ জন ডায়রিয়া, নিউমোনিয়া ও চর্মরোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

বন্যা দুর্গতদের জন্য মেডিকেল টিম গঠন ছাড়া জরুরি চিকিৎসাসেবায় এখনও বিশেষ কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এদিকে নদীর পানি কমলেও দেওয়ানগঞ্জের বানভাসি মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। তাদের হাতে-পায়ে ঘা, চুলকানিসহ নানা রোগ দেখা দিয়েছে।

পদ্মা নদীর মাদারীপুর অংশে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ কয়েক হাজার পরিবার। নদীভাঙন মারাত্মক আকার ধারণ করায় আক্রান্তরা দিশেহারা হয়ে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১০:৩৮:১৪   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ