হেরাথের আক্রমণ সামলে উঠলেন সেই সিকান্দার রাজা

Home Page » খেলা » হেরাথের আক্রমণ সামলে উঠলেন সেই সিকান্দার রাজা
রবিবার, ১৬ জুলাই ২০১৭



---

বঙ্গ-নিউজঃ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে গেছে সফরকারী জিম্বাবুয়ে। ৫৯ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন প্রথম সারির পাঁচ ব্যাটসম্যান। সৌজন্য রঙ্গনা হেরাথের বিধ্বংসী বোলিং। এই লঙ্কান স্পিনারের ৪ উইকেটেই খেই হারিয়ে ফেলে সফরকারীরা। এখন অলরাউন্ডার সিকান্দার রাজা এবং পিটার মুর দলকে পথ দেখাচ্ছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের রান ৫ উইকেটে ১২৬।

ক্রেইগ এরভিনের ১৬০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৫৬ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৩৪৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট নেনে জিম্বাবুইয়ান অধিনায়ক গ্রায়েম ক্রেমার। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ওপেনার এবং সাবেক অধিনায়ক উপল থারাঙ্গা। আরেকটি হাফ সেঞ্চুরির ইনিংস আসে নতুন অধিনায়ক দিনেশ চান্দিমালের (৫৫) ব্যাট থেকে।

১০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু দলীয় ১৪ রানেই আঘাত হানেন রঙ্গনা হেরাথ। ফিরিয়ে দেন ৬ রান করা চাকাভাকে। ২ রানের ব্যবধানে তার শিকার হন মুসাকান্দা (০)। অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজাও বেশিক্ষণ টিকতে পারেননি। হেরাথের তৃতীয় শিকার হয় তিনি ফেরেন ৭ রান কে। এরপর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এরভিনকে (৫) ফিরিয়ে দেন দিলরুয়ান পেরেরা।

২৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের দূর্গে চতুর্থবারের মত আঘাত হানেন হেরাথ। এবার তার শিকার হন ২২ রান করা শেন উইলিয়ামস। তবে এরপরই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ৬ষ্ঠ উইকেটে অর্ধশতাধিক রানের জুটি উপহার দেন সিকান্দার রাজা এবং পিটার মুর। এই রিপোর্ট লেখা পর্যন্ত চা বিরতির আগে দুজনের জুটিতে এসেছে ৬৭ রান। সিকান্দার ৪৫ এবং পিটার ৩০ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৫৮   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ