আমার অসুখ-বিসুখ আমিই বানাই- খালেদ হোসাইন

Home Page » বিবিধ » আমার অসুখ-বিসুখ আমিই বানাই- খালেদ হোসাইন
শুক্রবার, ২১ জুলাই ২০১৭



খালেদ হোসাইন

একজন বিখ্যাত ডাক্তার বললেন, আপনার প্রেসার বেশি।

তিনি এনজিওগ্রাম করলেন। হৃৎপিণ্ডে আংটি পরানোর কথা।
তিনি বললেন, থাক!
কজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে
তারপর যেন তার কাছে ফিরি।
একজন বললেন, আপনার রক্তে সুগার বেশি।
একজন বললেন, আপনার চোখ শুকিয়ে গেছে।
একজন বললেন, আপনার ক্রিয়েটিনিন বেশি।
আর তাঁরা সবাই বললেন, আপনার ওজন বেশি।
আমি মনে মনে বলি, আমার সবই বেশি!
সুখ বেশি, দুঃখ বেশি, আনন্দ বেশি, বিষণ্নতা বেশি।
রাগ বেশি। অভিমান বেশি।
যখন কোনো দুঃখ থাকে না, আমি অস্থির হয়ে উঠি।
দুঃখ বানাই। কষ্ট বানাই। বেদনার কাসুন্দি বানাই।
আর সুখের জন্য হাহাকার করি।
সুখ তো আর কাছে থাকে না! কাছে থাকার নিয়মও নেই।
সুখ ঢাকা পর্যন্ত আসে, আমি সাভারেই বসে থাকি। একা।
সুখ আমার জন্য অপেক্ষা করে। একা একা কফি খায়।
পরদিন খুব ভোরে দুঃখ নিয়ে ফিরে যায় ঘরে।
বলা চলে, আমার অসুখ-বিসুখ আমিই বানাই।
আমার সুখ-শান্তি আমিই নির্মাণ করি।
তা না হলে আমাকে কি তুমি সান্ত্বনা দিতে, বলো?

বাংলাদেশ সময়: ৯:৫৪:৪৮   ৯১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ