ঠাকুরগাঁওয়ে এলাকাবাসীর সঙ্গে-পুলিশ সংঘর্ষ

Home Page » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে এলাকাবাসীর সঙ্গে-পুলিশ সংঘর্ষ
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭



---
বঙ্গ-নিউজঃ   ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামা এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে একঘণ্টার মতো চলে এ সংঘর্ষ। এ সময় পুলিশ অন্তত ৫০ রাউন্ড টিয়ার গ্যাস শেল ও রাবার বুলেট ছুড়েছে।

পরে রাত সাড়ে ৮টার দিকে শহরের ইসলামনগরের পীর সাহেবের ছেলে আহম্মেদ মানিক উলুব্বীর আহ্বানে এলাকাবাসী রাস্তা থেকে সরে যায়।

স্থানীয়রা জানান, আসরের নামাজের পর ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের দাফন সম্পন্ন হয়।

এরপর বিকাল ৫টার দিকে শহরের ইসলামনগর এলাকায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়ক অবরোধ করে স্থানীয়রা। এ সময় তারা কাঠের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

রাস্তা বন্ধ থাকায় দুপাশে লম্বা যানযটের সৃষ্টি হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশীসহ বেশ কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও স্থানীয়রা কথা শোনেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে তারা পুলিশের উপর চড়াও হয়। ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশ টিয়ার শেল ও রাবারর বুলেট ‍ছোড়ে।

সরেজমিনে দেখা যায়, পুলিশ-জনতা সংঘর্ষ চলাকালে ইসলামনগরের পীর সাহেবের ছেলে আহম্মেদ মানিক উলুব্বী ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি পুলিশের মাইকে এলাকাবাসীকে আহ্বান জানালে তারা রাস্তা থেকে সরে আসেন।
ঠাকুরগাঁওয়ের এসপি ফারহাত আহম্মেদ বলেন, বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির কাচ ভাংচুর করেছে। তাদের ছত্রভঙ্গ করতে অন্তত ৫০ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়তে হয়েছে।

তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, “উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব দত্ত আমাদের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করেছে।”

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত যুবলীগ নেতা সজীব দত্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার রাতে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে রোড মুন্সিরহাট এলাকা থেকে শহরের দিকে যাওয়ার পথে যুবলীগ নেতা সজীব মান্নান ও তার বন্ধু জুম্মনকে কোপান বলে অভিযোগ রয়েছে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার সজীব দত্তের ভাই পিন্টু দত্ত (৩৫) ও তার বন্ধু শান্তর ভাই রানাকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ৯:৫০:৫০   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ