“পথ পথিক তৈরী করেনা,পথিক পথ তৈরী করে”

Home Page » ফিচার » “পথ পথিক তৈরী করেনা,পথিক পথ তৈরী করে”
বুধবার, ১২ জুলাই ২০১৭



যুবরাজ আসিফ আকবরবঙ্গ-নিউজঃ- আসিফ আকবর- পথ পথিক তৈরী করে না, পথিক পথ তৈরী করে। এই প্রবচনটা খুবই সত্যি তবে অপ্রচলিত । এখানে পথ বলতে শুধু রাস্তা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে জীবনের সিড়ি ভেঙ্গে এগিয়ে যাবার প্রত্যয়। কারো অনুকম্পা সাময়িক কাজে আসতে পারে, শেষ পর্যন্ত প্রতিষ্ঠা আসে আসলে নিজের যোগ্যতায়। অনুকম্পার সফলতায় অন্ধকারের আঁচড় থাকবেই। নিজের যোগ্যতায় সফল হওয়া মানুষের ধ্যানধারনার গতিপ্রকৃতিই আলাদা হয়, সে নিজের ব্যর্থ হওয়ার জায়গাটা নিজেই চিহ্নিত করতে সক্ষম ।

পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মামা খালু চাচা ওস্তাদ ভাইদের তদবির খুব চালু। যোগ্যতার চেয়ে সম্পর্কের লতাপাতার ভূমিকা বেশী কার্যকর। আবার চাচা খালু ছাড়াই কোনভাবে প্রভাবশালীর সুনজরে পড়লেই কেল্লাফতে, নিজ গুনেই হয়তো জায়গা করে নিবে। তবে যার মাধ্যমে সফল তার ঘাড়েই কিভাবে কোপ দেয়া যায় সেই ভাবনাই হয় তার ধর্ম। আসলে আমাদের সমাজের প্রকৃতিই হচ্ছে বেইমানী নির্ভর। কারো উপকার করে থাকলে একটু অপেক্ষা করুন, ফলাফল আপনার চোখের সামনে চলে আসবে অদৃশ্য নিয়তির মত ।

সফলতা মানুষকে সাবধানী না করে বেপরোয়া করে তোলে। সঙ্গে থাকা সুবিধাভোগী শুভাকাঙ্ক্ষীদের উস্কানী অর্জিত সাফল্যকে ধীরে ধীরে ম্লান করতে থাকে। যে কোন কাজের পেছনে উদ্দেশ্য থাকে, সেখানে হয়তো শুরু থেকেই গলদ থাকেনা, তবে একটা সময় হিসেব মেলানো কঠিন হয়ে পড়ে। কষ্ট হয় তাদের জন্য, যারা প্রানান্ত পরিশ্রম করে কিংবা সততায় অবিচল থেকেও সাফল্য ধরে রাখতে পারে না বরং অনিশ্চয়তার দোলাচলে ভাসতে থাকে। আমার ছোট্ট জীবনে এ ঝামেলাগুলো উঁকি দেয় সবসময়, কিছুক্ষনের জন্য হয়তো হতাশা ঘিরে ফেলে। আবার হঠাৎ করেই জেগে উঠি ফিনিক্স পাখীর মত, মনকে একান্ত অনুগত করে ফেলি। আমার জায়গায় আমি সফল, সফল মানুষের যদি দূর্বলতা থাকে তাহলে সাফল্য থাকলো কোথায় !! সাবধানতা এমন এক জিনিস, যেটার এলার্ম টের পেতে হবে। নইলে একটা সময় দূঃখের কাহিনী বলতে চাইলেও শোনার মত লোক থাকবেনা। কারন সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। ভালবাসা অবিরাম …………

বাংলাদেশ সময়: ১৮:২১:২৯   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ