ব্যথানাশক ঔষধে হৃদরোগের ঝুঁকি

Home Page » স্বাস্থ্য ও সেবা » ব্যথানাশক ঔষধে হৃদরোগের ঝুঁকি
বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩



pain-killer-300x200.pngবঙ্গ- নিউজ ডটকমঃ অনেকের মধ্যে ব্যথানাশক ঔষধ খাওয়ার প্রবণতা বেশী থাকে। অনেক দিন ধরে উচ্চশক্তির ব্যথানাশক ঔষধ সেবন করলে তা কারণ হয়ে দাড়াতে পারে হৃদরোগের।চিকিৎসা-সংক্রান্ত সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এ ধরনের ওষুধের মধ্যে রয়েছে ডাইক্লোফেনাক ও আইবুপ্রোফেন। ভাইওক্স সেবনেও একই ধরনের আশঙ্কা থাকায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের অনেক দেশ থেকে।

আন্তর্জাতিকভাবে পরিচালিত গবেষণাটিতে বলা হয়, এ ধরনের ব্যথানাশক সেবনে রক্তনালীর বিভিন্ন রোগ দেখা দেয়। এর একপর্যায়ে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণসহ কার্ডিওভাসকুলার জাতীয় রোগের উৎপত্তি হয়। চূড়ান্তভাবে এ ধরনের রোগে মানুষের মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে নিয়মিত ডাইক্লোফেনাক ও আইবুপ্রোফেনের মতো উচ্চশক্তির ব্যথানাশক সেবনকারীরা বছরে অন্তত তিনবার হৃদরোগে আক্রান্ত হন। অথচ এসব হার্ট অ্যাটাক সাধারণভাবে এড়ানো সম্ভব। অনেক সময় ব্যথানাশক সেবনের ফলে দেখা দেয়া হৃদরোগ মারাত্মক আকার ধারণ করে। এ ধরনের রোগের ঝুঁকি রয়েছে ভাইওক্স সেবনেও। এছাড়া কক্সিব জাতীয় ওষুধেও রয়েছে একই ধরনের ঝুঁকি।

গবেষক দলের প্রধান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ট্রাইয়াল সার্ভিস ইউনিটের কর্মকর্তা কোলিন বেইজেন্ট বলেন, হৃদরোগের জন্য একই ধরনের ঝুঁকি সৃষ্টি করে কক্সিব, আইবুপ্রোফেন ও ডাইক্লোফেনাক। বিশেষ করে যারা দীর্ঘদিনের গেঁটে বাতের ব্যথা নিরাময়ে উচ্চশক্তির ব্যথানাশক সেবন করেন, তাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এসব রোগী সাধারণত দৈনিক ১৫০ এমজি ক্ষমতার ডাইক্লোফেনাক অথবা দুই হাজার ৪০০ শক্তির আইবুপ্রফেন সেবন করেন। তবে পেশির ব্যথার জন্য স্বল্পমেয়াদে এ ধরনের ওষুধ খেলে তেমন কোনো ক্ষতি হয় না।

দলটি তিন লাখেরও বেশি রোগীর কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ২১:৩২:৩৩   ১২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ