আইএস প্রধান বাগদাদি নিহত: সিরিয়ান অবজারভেটরি

Home Page » প্রথমপাতা » আইএস প্রধান বাগদাদি নিহত: সিরিয়ান অবজারভেটরি
মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭



কথিত খলিফা আবু বকর আল বাগদাদি
আন্তর্জাতিক ডেস্ক বঙ্গ-নিউজঃ   ইসলামিক স্টেটের কথিত খলিফা আবু বকর আল বাগদাদি মারা গেছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বলেছেন, আমরা আইএসের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এই খবর নিশ্চিত করেছি।

জানা গেছে সিরিয়া-ইরাক সীমান্তবর্তী দেইর আল জোর শহরে নিহত হয়েছেন বাগদাদি। তবে কখন ও কিভাবে বাগদাদি মারা গেছেন সেটি নিশ্চিত করতে পারেননি তিনি। এর আগে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, গদ ২৮ মে সিরিয়ার কথিত রাজধানীতে তাদের বিমান হামলায় বাগদাদিসহ আইএসের শীর্ষ কিছু নেতা নিহত হয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যরা কেউ এই খবরটি সত্যতা নিশ্চিত করতে পারেনি এবং পশ্চিমা ও ইরাকি কর্মকর্তারা এই খবরে সন্দিহান ছিলেন।

এর আগেও একাধিকবার বাগদাদির মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে সিরিয়া গৃহযুদ্ধ বিষয়ক খবরে নিজের বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পারা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর সত্যতা রয়েছে বলেই ধারণা করছে বিশ্লেষকরা।

২০১৪ সালের গ্রীষ্মে সিরিয়া ও ইরাকে নিজেকে আইএস খিলাফতের প্রধান বলে ঘোষণা করে। তাকে প্রথম ও একমাত্র বার টিভিতে দেখা গেছে মসুলের গ্র্যান্ড আল নুরি মসজিদে কথিত খিলাফতের ঘোষণার সময়ে। তার মৃত্যুর খবর এমন এক সময়ে নিশ্চিত হল যখন মাত্র একদিন আগে মসুলকে আইএসমুক্ত ঘোষণা করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

গত নভেম্বরে মসুল পুনরুদ্ধারে অভিযান শুরুর প্রাক্কালে সর্বশেষ তার জীবিত থাকার চিহ্ন পাওয়া যায়। প্রকাশিত অডিও বার্তায় বাগদাদি আহ্বান করেন, সর্বস্ব দিয়ে মসুলের দখল ধরে রাখতে। জানা গেছে, চলতি বছরের শুরুতে মসুল ছেড়ে গেছেন বাগদাদি এবং ইরাক-সিরিয়া সীমান্তের বিভিন্ন জায়গায় দেখা গেছে তাকে। তবে তার অবস্থান সম্পর্কে কখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাগদাদির সন্ধানদাতার জন্য আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এএফপি।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২২   ৪৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ