লালমনিরহাট হাতীবান্ধায় পানিবন্দি পরিবারদের মাঝে ত্রাণ বিতারণ।

Home Page » বিবিধ » লালমনিরহাট হাতীবান্ধায় পানিবন্দি পরিবারদের মাঝে ত্রাণ বিতারণ।
মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭



---

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :প্রচণ্ড বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা, ধরলা, বুড়ি তিস্তা ও সানিয়াজান নদীর পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদীগুলোর পানি বাড়ার কারণে জেলার তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে দুই দিন ধরে বন্যা দেখা দিয়েছে।
তিস্তার পানিতে জেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় পড়ে আছে। পানিবন্দি লোকজনের মাঝে ত্রাণ ও পানি বিশুদ্ধ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার দুপুর থেকে নদীগুলোর পানি কমতে শুরু করেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের দোয়ানী পয়েন্টে মঙ্গলবার দুপুরে বিপদসীমার ১৪ সেমিন্টমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে।
তিস্তা পাড়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার হাতীবান্ধা উপজেলায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হচ্ছে। ভারত গজল ডোবা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। তীব্র গতিতে ময়লা ও ঘোলা পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। পানির গতি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের বেশির ভাগ গেট খুলে দেয়া হয়েছে। ফলে পাটগ্রামে অবস্থিত বহুল আলোচিত বিলুপ্ত ছিটমহল আঙ্গোরপোতা-দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিঙ্গিমারী, সির্ন্দুনা, টংভাঙ্গা, পাটিকাপাড়া ও ডাউয়াবাড়ী ইউনিয়ন, কালীগঞ্চ উপজেলার ভোটমারী, শোলমারী, জমিরবাড়ী, বইরাতী, আদিতমারী উপজেলার কুঠিপাড়া, গোবর্দ্ধধন, সদর উপজেলার খুনিয়াগাছা, রাজপুর, তিস্তা, গোকুন্ডা এলাকার চরে ১৮ গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। হাজার হাজার একর আমন ধানের বীজতলাসহ অনেক ফসলি ক্ষেত ডুবে নষ্ট হয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড দোয়ানীর নির্বাহী প্রকৌশলী মোস্তফিজুর রহমান বলেন, ভারত থেকে পানি আসায় তিস্তা নদীর পানি বাড়ছে। যে কারণে তিস্তা তীরবর্তী এলাকায় দুই দিন ধরে বন্যা দেখা দিয়েছে। আমরা প্রতি মুহূর্তে বন্যা পরিস্থিতি মনিটরিং করছি।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খাঁন জানান, তিস্তা নদীসহ ছোট নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে ১৫০ মেট্রিকটন চাল ত্রাণ হিসাবে বরাদ্দ পাওয়া গেছে। ত্রাণ বিতরণ চলছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) এর সংসদ সদস্য মোতাহার হোসেন জানান, পানিবন্দি পারিবারগুলোর সহযোগিতার জন্য ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রতিটি পানিবন্দি পরিবারকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১২:৪৫   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ