কবিতার অবয়বে তুমি-ইভা আলমাস

Home Page » সাহিত্য » কবিতার অবয়বে তুমি-ইভা আলমাস
সোমবার, ১০ জুলাই ২০১৭



---

শুধু একটি কবিতাই লিখবো…
হুম, তোমার জন্যে…
তোমায় নিয়ে…
কবিতার শিরোণাম আর উপসংহার ___ সবটাতেই
রবে তোমার আধিপত্য ,
কাব্যের শরীর চুঁয়ে ঝরবে শুধু
তোমার প্রেমের প্রাবল্য ;
আমি ভিজবো অবিরাম
তুমি ঝরবে অনুক্ষণ ।
শুধু একটি কবিতাই লিখবো…
যে কবিতায় রবে দুজনার
শুরু থেকে আজ, আগামী আর
অনাগত ভাবনার হাজার কথোপকথন ,
তোমার অবয়ব জুড়ে রবে
শব্দময় কিছু তরুলতা,
রবে ঘুম ভাঙানিয়া প্রেম…
তুমি পড়বেতো ? নাকি আদিখ্যেতা বলে ছুঁড়ে ফেলবে
সময়ের ঘেরাটোপে ?
ইচ্ছে হলে বলতে পারো ___
বাঁধা দেবো না তোমায়
কবিতার কড়িডোরে ফুঁসবে
শুধুই একবুক বেদনার লহর ।
কান্নার শব্দে ফিরে যদি দেখো
বেসামাল এই আমাকে
কবিতার গা বেয়ে ধীর লয়ে প্রিয়
জড়িয়ে নিও তোমাতে !
শুধু একবার বলো —–
” দূর পাগলী, কেঁদো না আর,
কোথায় যাবো আমি ?
আমি তো মিশে আছি মিশে রবো
তোমার কবিতার প্রতি চরণে
লাইনে শব্দে আর বিরাম চিহ্নের
অলিগলিতে…..
০৬/০৭/’১৭
বিকেল ৩.৩০ মিনিট
গাজীপুর ।

ইভা আলমাস

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২২   ৬৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ