‘ সেন্সরে অনুদানের ছবি ‘হরিজন’

Home Page » বিনোদন » ‘ সেন্সরে অনুদানের ছবি ‘হরিজন’
বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩



horizon-bg20130606061132.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  মানবসমাজের সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের ছবি ‘হরিজন’ এর শুটিংয়ের কাজ শেষ হয়েছে গত বছরের শেষদিকে। শুটিং, ডাবিং, সম্পাদনা এবং অনুদান কমিটি প্রর্দশন শেষে এখন সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে ‘হরিজন’ ছবিটি।ছবিটির কাহিনী, সংলাপ, গীত, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। বৃহস্পতিবার সেন্সরে ছবিটি জমা পড়ে বলে জানান তিনি।

ছবিটির কাহিনীতে দেখা যাবে, দরিদ্র মঙ্গল হরিজন মিউনিসিপ্যালটির একটি চাকরির জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। তার স্ত্রী ভাগ্যলক্ষী একটি বাজার ঝাড়ু দিয়ে যা রোজগার করে তাতেই কোনোমতো সংসার চলে। তাদের কিশোরী মেয়ে রাণীকে পনের টাকা দিতে পারে না বলে তার স্বামী রঘু তাকে তাড়িয়ে দেয়।

তখন গর্ভবতী কিশোরী রাণী বাবার কাছে ফিরে আসে। তারপর সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় রাণী। তারপর কাহিনী মোড় নেয় অন্যদিকে। আর একটি পরিবার রবিডোমের হরিজন পল্লীর সংসার জীবনেরও আরেকটি চিত্র তুলে ধরেছেন পরিচালক।

মূলত হরিজন সম্প্রদায়ের আর্থ-সামাজিক, কৃষ্টি, সংস্কৃতি কিছুটা ভিন্ন ধারার। জীবনের অনেকগুলো বছর তাদের জীবনগাঁথা, সুখ-দুঃখ দেখে ছবি নির্মাণ করছেন মির্জা সাখাওয়াৎ হোসেন।

ছবিটিতে অভিনয় করেছেন- জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, মামুনুর রশীদ, শুভরাজ, মির্জা আফরিন, আরজুমান্দ আরা বকুলসহ আরও অনেকে।

ঝংকারের সঙ্গীত পরিচালনায় এই ছবিতে গান রয়েছে মোট ৪টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন-এণ্ড্রু কিশোর, কনকচাঁপা, মমতাজ, বাঁধন ও ঝংকার। ছবিটির শুটিং হয়েছে টাঙ্গাইল ও ঢাকার হরিজন পল্লীসহ বিভিন্ন স্থানে।

ছবিটি নিয়ে পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, ‘আমি ডিজিটালভাবে ছবিটির মুক্তি দিতে চাওয়ায় আমাদের বাজেটের চেয়েও অনেক বেশি খরচ হয়েছে। তারপরও সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়কে ঘিরে কাজ করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ হয়েছে। ছবিটি সেন্সর জমা দিলাম। আশা করছি, ঈদের দ্বিতীয় সপ্তাহে ছবিটি হলে মুক্তি পাবে। আর আমাকে ছবি মুক্তির বিষয়ে সেন্সর বোর্ডও সহযোগিতা করবে।”

উল্লেখ্য, ২০১০-২০১১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি হরিজনের নির্মাণকাজ শুরু হয়েছে ২০১১ সালের আগষ্ট মাসে।

পরাবৃত্ত, ঘরে ফেরা, একজন মফিজউদ্দিনসহ আরো অনেক নাটক নির্মাণ করে এবারই প্রথম ছবি নির্মাণে হাত দিয়েছেন মঞ্চ ও বেতারের শিল্পী মির্জা সাখাওয়াৎ হোসেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:৪৬   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ