বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপরে তিস্তার পানি।

Home Page » জাতীয় » বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপরে তিস্তার পানি।
সোমবার, ১০ জুলাই ২০১৭



তিস্তার পানি
বঙ্গ-নিউজ:নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিন পর হঠাৎ করে তৃতীয় দফায় সোমবার সকাল থেকে পানির প্রবাহ বাড়ায় তলিয়ে গেছে তিস্তা নদী বেষ্টিত আশপাশের ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল। এছাড়া, পানি বন্দি হয়ে পড়েছেন অন্তত প্রায় ২০ হাজার মানুষ।সোমবার ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এরপর বেলা ১১টায় তা বেড়ে বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ইউনিয়নের অধিকাংশ এলাকায় পানি প্রবেশ করেছে। পানি বন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ।

নদী সংলগ্ন এলাকাগুলো থেকে সরে আসতে শুরু করেছেন বসবাসরত মানুষরা। এদিকে বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জল কপাট(দরজা) খুলে রাখা হয়েছে।

জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সবকটি জল কপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। তিস্তা ব্যারেজের বন্যা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষন নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢল আর অব্যাহত বৃষ্টিপাতের কারণে পানি বেড়েছে তিস্তা নদীতে। গতকাল বিকেল থেকে পানি প্রবাহ বাড়তে থাকে।

বাংলাদেশ সময়: ১৩:১৭:০৮   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ