যৌথ প্রযোজনার চলচ্চিত্র আপাতত বন্ধ

Home Page » প্রথমপাতা » যৌথ প্রযোজনার চলচ্চিত্র আপাতত বন্ধ
রবিবার, ৯ জুলাই ২০১৭



যৌথ প্রযোজনার চলচ্চিত্র আপাতত বন্ধ

বঙ্গ-নিউজ চলচ্চিত্র ডেস্ক : বিভিন্ন পক্ষের আপত্তি ও আন্দোরনের মুখে নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত দেশে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (০৯ জুলাই) সচিবালয়ে তথ্য সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন। দেশের চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বৈঠকের পর তথ্য মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। বৈঠকে বাংলাদেশের চলচ্চিত্রের ‘বিকাশ ও উন্নয়নের স্বার্থে’ অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে চলচ্চিত্র পরিবারের পক্ষে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা আকবর পাঠান ফারুক, মিশা সওদাগর, রিয়াজ উদ্দিন আহমেদ ও জায়েদ খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, যুগ্ম সচিব (চলচ্চিত্র) ইউছুব আলী মোল্লা, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপসচিব (চলচ্চিত্র) শাহীন আরা বেগমও ছিলেন বৈঠকে। উল্লেখ্য, গত ঈদুল ফিতর উপলক্ষে যৌথ প্রযোজনায় নির্মিত ‘বস-২’ ও ‘নবাব’ ছবি দুটি মুক্তি পায়। ছবি দুটি যৌথ প্রযোজনার নীতিমালা মানেনি দাবি করে আন্দোলনে নামে ১৭ সংগঠনের চলচ্চিত্র পরিবারের শিল্পী ও কলাকুশলীরা। সেই আন্দোলনের প্রেক্ষাপটেই তথ্য মন্ত্রণালয় সঠিক নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ স্থগিত করেছে।

বাংলাদেশ সময়: ২২:২৩:০২   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ