‘দেশ বাঁচাতে সম্মিলিত জাতীয় জোটের বিকল্প নেই’

Home Page » জাতীয় » ‘দেশ বাঁচাতে সম্মিলিত জাতীয় জোটের বিকল্প নেই’
শনিবার, ৮ জুলাই ২০১৭



---সাজ্জাদ কামালঃ (বঙ্গ-নিউজ) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেছেন, মহান আল্লাহ ও তার প্রিয় হাবিব (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম)- এর পথ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ দেশে গজব ও প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। রাজনীতি চলছে ব্যক্তি স্বার্থে, মানুষের কল্যাণে নয়। এজন্যই দেশের এই ত্রাহি অবস্থা। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ও দেশকে বাঁচাতে ইসলামী মুল্যবোধ ও গণতন্ত্রে বিশ্বাসী সম্মিলিত জাতীয় জোটের বিকল্প নেই।রাজধানী ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে শনিবার দুপুরে দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে এরশাদের জোটের উচ্চ পর্যায়ের এই নেতা এ কথা বলেন।

আল্লামা মান্নান বলেন, ‘অসৎ নেতৃত্ব দেশ পরিচালনা করতে পারে না। তাই আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করতে হবে। প্রার্থী বাছাইয়ে সততা ও যোগ্যতাকে বিবেচনায় আনতে হবে। ভোটাররাও এমন লোককে ভোট দেবেন।’

তিনি বলেন, ‘এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট আগামী দিনে সৎ ও যোগ্য প্রার্থী দিয়ে দেশবাসীর প্রত্যাশা পুরণ করবে।’

দলের মহাসচিব এম এ মতিনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বর্ধিত সভা শুরু হয়। জাপা চেয়ারম্যানের পক্ষে কর্মসূচিতে অংশ নেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সুনীল শুভরায় ও কেন্দ্রীয় সদস্য সুজন দে ও অন্যান্য নেতা।

ইসলামী ফ্রন্টের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান আল কাদেরি, আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, সৈয়দ নঈম উদ্দিন আহমাদ কাদেরি, ইসলামী যুব সেনার সভাপতি অধ্যাপক এম এ মোমেন, ফ্রন্ট নেতা অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মাঈনুদ্দিন, আ ন ম মাসউদ হোসাইন কাদেরি, অধ্যক্ষ কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, অধ্যক্ষ তৈয়্যব আলী, শাহাজাদা গোলামুর রহমান আশরাফ শাহ্, অধ্যক্ষ আলী মোহাম্মদ চৌধুরী, ইসলামী ছাত্রসেনা সভাপতি মোহাম্মদ ছাদেকুর রহমান খান ও এইচ এম শহিদুল্লাহ্।

প্রাক্তন মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেন, ‘সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির খেলা আবার জমে উঠেছে। বিএনপি বিদেশী খেলোয়াড় ভাড়া করায় ব্যস্ত। অন্যদিকে আওয়ামী লীগ রাম-বাম-নাস্তিকদের নিয়ে আছেন। কিন্তু প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের নৌকায় এখন এতো বাম-নাস্তিক আর হাইব্রিড নেতা, তারা ঠিকমত নৌকা তীরে ভেড়াতে পারবে কি না আমার সন্দেহ আছে।’

তিনি দেশবাসীকে ভাগ্যের পরিবর্তন ঘটাতে এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেন, ‘দেশ ও জাতি দুই দলের কবলে পড়ে দিশেহারা। এ কারণে বারবার দেশে বিপযয় ঘটছে। মানুষের ভাগ্যেরও কোনো উন্নয়ন হচ্ছে না। এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

সরকারের উপর নাস্তিকরা আর বিএনপির উপর দেশ বিরোধী জামাত সাওয়ার হয়ে আছে। ইসলামী ফ্রন্টের পতাকাতলে সমবেত হয়ে জাতিকে মুক্ত করতে হবে।’

বাংলাদেশ সময়: ২২:০২:৫৮   ৮২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ