পাটগ্রামে ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে মারধন!

Home Page » সারাদেশ » পাটগ্রামে ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে মারধন!
শনিবার, ৮ জুলাই ২০১৭



ছাত্রীর বাবা মিজানুর রহমান

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করায় স্কুল ছাত্রীর বাবা মিজানুর রহমান (৪০) কে মারধর করে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করেন।
শনিবার দুপুরে আশংকাজনক অবস্থায় আহত মিজানুর রহমান (৪০) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ম তলায় ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
জানা গেছে,পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে জমগ্রাম ডাংঙ্গা পাড়া গ্রামের মিজানুর রহমানে মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ওই এলাকার কয়েক জন বখাটে ধর্ষণ করেন। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ্য করে মিজানর রহমান তাদের বিরুদ্ধে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার জের ধরে বৃহস্পতিবার রাতে মিজানর রহমান (৪০) বাউড়া বাজারে আসলে ধর্ষণ মামলার আসামী আব্দুল মালেক (৩৫) ও তার সহযোগী সাফিউল (২৮), রফিকুল (৩০), আব্দুল জলিল (৩১) তাকে মারধর করেন এবং মামলা তুলে নেওয়া হুমকি প্রদান করেন। এসময় আসামীরা তার কাজ থেকে মামলা চালানোর জন্য এক লক্ষ টাকা দাবী করেন।
ওই দিন রাতে স্থানীয়রা আহত অবস্থায় মিজানর রহমান কে পাটগ্রাম স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করান। পরে তার অবস্থা অবনতি হলে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত মিজানুরে ভাই মাহামুদ আলম মামুন জানান, থানায় অভিযোগ করায় আমাকে এবং আমার দোকান পাঠে হামলা চালাবে বলে আসামীরা হুমকি প্রদান করছেন।
বাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল জানান, আমি ঘটনাটি শুনেছি এ বিষয়ে কেউ আমাকে অভিযোগ করেনি।
পাটগ্রাম থানার উপ-পরিদর্শক এসআই আব্দুল হালিম জানান,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:০৫   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ