“সালমান খানকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন শাহরুখ খান”

Home Page » এক্সক্লুসিভ » “সালমান খানকে বিলাসবহুল গাড়ি উপহার দিলেন শাহরুখ খান”
শুক্রবার, ৭ জুলাই ২০১৭



সালমান খান ও শাহরুখ খানওমর সানিঃ-বঙ্গ-নিউজঃ-কজন বলিউডের ভাইজান। আরেকজন বলিউডের ডন। তারা হলেন সালমান খান ও শাহরুখ খান।

বজরঙ্গি ভাইজান সিনেমায় অভিনয় করে বলিউডের ভাইজানের তকমা পান সালমান খান। আর ডন সিনেমায় অভিনয় করে বলিউডের ডন হয়েছেন শাহরুখ।

বলিউডের খানদের নিজেদের মধ্যে সম্পর্ক কেমন তা নিয়ে হামেশাই নানা গুঞ্জন শোনা যায়। সংবাদ মাধ্যমও সারাক্ষণ রীতিমতো ‘ওয়াচডগ’-এর ভূমিকায়।সম্প্রতি মুক্তি পাওয়া সালমানের ‘টিউবলাইট’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের পরই পর্দায় ফিরেছে ‘করণ-অর্জুন’ জুটি।

 

‘টিউবলাইট’ সিনেমায় শাহরুখ খানের অভিনয়ের পরই শোনা গিয়েছে, এ বার শাহরুখের পরবর্তী সিনেমায় থাকছেন সালমান।বলিউড লাইফের খবরে বলা হয়, পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শাহরুখের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে। আর এই অন স্ক্রিন দেয়া-নেয়ার মাঝেই নাকি এ বার অফ স্ক্রিন ‘ব্রোম্যান্স’-এর নজির তৈরি করেছেন শাহরুখ ও সালমান খান।খবরে দাবি করা হয়, সম্প্রতি শাহরুখ নাকি সালমানকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন।

গত ৪ জুলাই শাহরুখের আগামী ছবির একটি গানের শুটে যান সালমান। নিজের ব্যস্ততা থেকে সময় বের করে বাদশার ছবিতে ‘ডান্স নম্বর’-এ পা মেলাবেন ভাইজান। সালমানের এই ‘ব্রোম্যান্স’-এ খুশি হয়েই নাকি শাহরুখ তাকে কিছু একটা উপহার দেয়ার সিদ্ধান্ত নেন। সদ্য ভারতে লঞ্চ হওয়া একটি লাক্সারি গাড়িকেই নাকি সেরা উপহার বেছে নেন শাহরুখ। সালমানও শাহরুখের কাছ থেকে এমন উপহার পেয়ে রীতিমতো ঘাবড়ে যান।ওই দিন যশ রাজ স্টুডিওতেই নাকি শাহরুখের নতুন ছবির ওই গানের শুট হয়েছে। সালমানের ফ্যানেরাও কোনো রকম দেরি না করে দুই সুপারস্টারের একটি ছবিও পোস্ট করেছেন তাদের ইনস্টাগ্রাম পেজে।

বাংলাদেশ সময়: ১:৪২:০১   ৬৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ