প্রয়োজনে উ. কোরিয়ায় সামরিক আগ্রাসন চালাবো: যুক্তরাষ্ট্র

Home Page » অর্থ ও বানিজ্য » প্রয়োজনে উ. কোরিয়ায় সামরিক আগ্রাসন চালাবো: যুক্তরাষ্ট্র
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭



নিকি হ্যালি
বঙ্গ-নিউজঃ   উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় প্রয়োজনে দেশটিতে সামরিক আগ্রাসন চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে এমন কথারই ইঙ্গিত দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। প্রথম সারির কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হচ্ছে।ওইসব প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই বৈঠকে নিকি হ্যালি বলেছেন, ‘উত্তর কোরিয়া তার সীমা অতিক্রম করেই যাচ্ছে।’ গত ৪ জুলাই মঙ্গলবার আমেরিকার স্বাধীনতা দিবসে পশ্চিমাঞ্চলীয় পিয়ংগান প্রদেশ থেকে জাপান সাগর অভিমুখে ফের হোয়াসং-১৪ নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

---

উত্তর কোরিয়ার সফল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষাকে ‘মারাত্মক সামরিক উস্কানি’ হিসেবে উল্লেখ করে নিকি হ্যালি এসময় বলেন, ‘প্রয়োজনে দেশটির বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো হবে। এছাড়া উত্তর কোরিয়ায় সেনা অভিযান পরিচালনার বেপারটি নিয়ে ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে পেন্টাগন।’

---

এর আগে, মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস ও জাপানি সমকক্ষ তোমোমি ইনাডা এক যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অগ্রহণযোগ্য উদ্দীপক’ হিসেবে উল্লেখ করেছেন। জাপান সাগরকে নিশানা করে উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই এ নিয়ে উদ্বেগ ভাগাভাগি করতে ইনাডাকে ফোন করেন ম্যাটিস।

আর সর্বশেষ নিরাপত্তা পরিষদ বৈঠকে ১৫ সদস্য দেশের নেত্রীবৃন্দের সামনে নিকি হ্যালি এক ধরণের ঘোষণাই দিয়েছেন, ‘এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে উত্তর কোরিয়া সংকটের কূটনৈতিক সমাধানের পথ হঠাৎ করে রুদ্ধ হয়ে গেল। সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে তিনি বলেন,যুক্তরাষ্ট্র আর তার মিত্রদের রক্ষা করার জন্য ওয়াশিংটন নিজের সর্বশক্তি প্রয়োগ করার জন্য তৈরি আছে।’ বিবিসি, সিএনএন ও রয়টার্স।

বাংলাদেশ সময়: ১৩:১২:২৩   ৫৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ