জঙ্গি অর্থায়নে সৌদির ‘সংশ্লিষ্টতা’

Home Page » এক্সক্লুসিভ » জঙ্গি অর্থায়নে সৌদির ‘সংশ্লিষ্টতা’
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭



ব্রিটেনে ইসলামি জঙ্গি অর্থায়নে মধ্যপ্রাচ্যের তেল-সমৃদ্ধ সৌদি আরবের সংশ্লিষ্টতা রয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে।পররাষ্ট্র বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক হেনরি জ্যাকসন সোসাইটির চলতি মাসে প্রকাশিত “যুক্তরাজ্যে ইসলামি উগ্রবাদ সৃষ্টিতে বিদেশি অর্থায়ন” শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়, ইসলামি ও জেহাদি সংগঠনগুলোর বিদেশি তহবিলের সঙ্গে সৌদি আরবের “পরিষ্কার ও জোড়ালো” সংযোগ রয়েছে।

দেশটিতে উগ্র মতবাদ ছড়াতে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সংশ্লিষ্টতা নিয়ে সরকারিভাবে একটি অনুসন্ধানেরও আহ্বানও জানানো হয়েছে সোসাইটির পক্ষ থেকে।

প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ব্রিটেনের টেলিগ্রাফের এক রিপোর্টে আজ বলা হয়, গত ৬০ বছর ধরে উগ্র ওহাবি মতবাদ প্রচার ও প্রসারের জন্যে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ ও ইসলামি সংগঠনকে অর্থ সাহায্য দিয়ে আসছে সৌদি আরব। এই সংগঠনগুলো দেশটিতে চরমপন্থা ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়।

---

সোসাইটির প্রতিবেদনে বলা হয়, “ব্রিটেনের মুসলমান সম্প্রদায়ের মধ্যে চরমপন্থা ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছড়াতে ওহাবি মতবাদ ভূমিকা রাখছে।”

প্রতিবেদনটিতে আরও বলা হয়, “১৯৯০ এর দশকে লন্ডনের সৌদি দূতাবাস থেকে কিছু সাহিত্যকর্ম সরাসরি বিতরণ করা হয়। বিশেষ করে, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের ‘কিতাব আল তাওহিদ’ বইটি এর মধ্যে ছিলো। সেসময় ব্রিটেনে ইসলামি উগ্রবাদ সৃষ্টিতে সালাফি (ওহাবি) মতাদর্শের প্রচারকরা এই বইটি ব্যবহার করে থাকতে পারেন। এমন প্রচারকদের মধ্যে রয়েছেন আব্দুর রহিম গ্রিন।”

এদিকে, বার্তা সংস্থা বিবিসি জানায়, “সোসাইটির প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ করা হলো যখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর বিশ্বব্যাপী চরমপন্থা ছড়াতে মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ কাতারকে অভিযুক্ত করছে।”

(বঙ্গ-নিউজ; সাজ্জাদ কামাল) 

বাংলাদেশ সময়: ১০:২২:৫৫   ৫২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ