বঙ্গ- নিউজঃ - অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণ। সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাত্কারে শাকিব খানের ওপর চটেছেন তিনি। শাকিব খানের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছে এই নায়িকা। সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে।
ঈদ কেমন কাটলো?
বেশ ভালো কেটেছে। কোথাও ঘুরতে যাইনি, পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করেছি।
এই ঈদে আপনি দুটি নাটকে অভিনয় করেছেন। কেমন সাড়া পেলেন?
এবার ঈদে আমি যে দুটি নাটকে কাজ করছি তার মধ্যে ‘অভিনেত্রী’ নাটকের গল্পটা এক কথায় আমার কাছে দারুণ লেগেছে। কারণ এ নাটকের গল্পটি অসাধারণ। এ নাটকটি নিয়ে আমি বেশি আশাবাদী ছিলাম। আশানুরূপ সাড়াও পেয়েছি। এছাড়া বাকি নাটকটিও ভালো ছিল। সব মিলিয়ে এই ঈদে অল্প কাজ করে বেশ ভালো সাড়া পেয়েছি।
শাকিব খানকে নিয়ে সম্প্রতি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আপনি তার বক্তব্যের প্রতিবাদ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাই—
শাকিব খান অপু বিশ্বাসের চাইতে বুবলীর গুণগান মিডিয়াতে বেশি বলা হচ্ছে। ওর নামে যত খুশি গুণগান প্রচার করুক, এতে আমার কোনো সমস্যা নেই। আমার সাথে বুবলির কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু মিডিয়ার সামনে অন্য আর্টিস্টদের সম্মান না দিয়ে কথা কেন বলবেন? ওনার মতো অভিনেতা কিভাবে মিডিয়ার সামনে এসব কথা বলে বেড়ায়! শাকিবের কথায়, তার ক্যারিয়ারের শুরু থেকে ২০১৬ সাল পর্যন্ত সব অশিক্ষিতদের সাথে অভিনয় করেছেন। এ বছর তিনি ওপার বাংলার এবং কিছু নতুন নায়িকার বিপরীতে অভিনয় করে নিজেকে শিক্ষিত বোঝাতে চাচ্ছেন, ওদেরকে শিক্ষিত বলছেন। আমি তার এই কথার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার পর অনেক আর্টিস্ট আমাকে আমার ফেসবুক ইনবক্সে বলেছেন আমি ওদের মনের কথা বলেছি। শাকিব খান ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সঙ্গে অন্য আর্টিস্টদের ব্যাকগ্রাউন্ডও ভুলে গেছেন। তার এই কথায় অন্যদের কাছে আমাদেরকে ছোট করেছেন। অন্যরা এখন এসে বলবে ওদের নায়কই তো বলে তাদের শিক্ষাগত যোগ্যতা নেই!
শাকিবের কর্মকাণ্ডে আপনি বিরক্ত বলেছেন। এর কারণ কী?
আমাদের চলচ্চিত্র নিয়ে শাকিব খান যে নোংরা রাজনীতি করছেন তার জন্য আমাদের চলচ্চিত্রের ক্ষতি হচ্ছে। তার নিজের ও কিছু দেশি-বিদেশি মহলের স্বার্থ রক্ষার জন্য তিনি এসব কাজ করছেন। যে ইন্ডাস্ট্রি তাকে এতকিছু দিলো, তারকা বানালো সেই ইন্ডাস্ট্রিকে তিনি এভাবে প্রতিদান দিচ্ছেন! ১০ বছর আগে তাকে যারা লালন পালন করলো তাদের বিরুদ্ধেই এখন তিনি কাজ করছেন।
এত সবকিছুর পরও যদি শাকিবের বিপরীতে অভিনয়ের প্রস্তাব আসে তাহলে কী করবেন?
শাকিবের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই, আমি তার বক্তব্যের প্রতিবাদ করেছি মাত্র। প্রতিবাদ করাটা দরকার ছিল, তাই করেছি। ভালো গল্প পেলে অবশ্যই শাকিবের সাথে ছবি করবো। যেহেতু শাকিবের সাথে আমার দ্বন্দ্ব নেই, তাই ছবি করতেই পারি।
যৌথ প্রযোজনার ছবি প্রসঙ্গে কী বলবেন?
এখন যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ম-নীতিমালা না মেনেই নির্মিত হচ্ছে। শাকিব যে বললো তার ‘নবাব’ ছবিটিতে বাংলাদেশ পুলিশকে সম্মানিত করা হয়েছে। নবাব ছবিতে পুলিশ স্টেশনে ইন্দিরা গান্ধীর ছবি আটকানো ছিল, এটা কী সম্মানের নমুনা? ওই জায়গায় থাকার কথা বঙ্গবন্ধুর ছবি। এক কথায় এসব ছবি আমাদের দেশের ক্ষতি করছে
নিউজ সুত্রঃ দৈনিক ইত্তেফাক
বাংলাদেশ সময়: ১৩:১৫:৩৯ ৪৯৬ বার পঠিত