হাতীবান্ধায় টাকা ছিনতাইকারী আটক !

Home Page » বিবিধ » হাতীবান্ধায় টাকা ছিনতাইকারী আটক !
সোমবার, ৩ জুলাই ২০১৭



বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাছে আলম খাঁ (২৮) নামে এক যুবক কে পিটিয়ে ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় তিন জনের নাম উল্লেখ্য করে হত্যা ও ছিনতাইয়ের অভিযোগ করেন আলম খাঁ।
রোববার বিকেলে পুলিশ উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের পাথর ব্যবসায়ী ওমর আলীর ছেলে ছিনতাইকারী চাদ মিয়া (২৫) কে গ্রেফতার করে।পুলিশ ছিনতাইয়ের মুল হোতাকে খুজঁছে।
আহত আলম খাঁ (২৮) উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের কৃষি ব্যাংক পিয়ন আজিজুল ইসলামের ছেলে । সে ঢাকা শহরে রাজমিস্ত্রির কাজ করেন।
অভিযোগে প্রকাশ,গত ২৭ জুন রাত ৮ টায় আলম খাঁ (২৮) বাউরা বাজার থেকে বাড়ি ফিরার পথে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাছে আসলে পশ্চিম ফকিরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছিনতাইকারী স্বাধীন (২৫), একই গ্রামের লতিফ মিয়ার ছেলে ছিনতাইকারী রিপন (২২) ও সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের পাথর ব্যবসায়ী ওমর আলীর ছেলে ছিনতাইকারী চাদ মিয়া (২৫) সহ আলম খাঁকে আটক করেন ।
এ সময় তাকে একা পেয়ে মারধর শুরু করেন। এ সময় অসুস্থ্য হয়ে পরেন আলম খাঁ। পরে ছিনতাইকারী স্বাধীন (২৫) তার প্যান্টের পকেট থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন বাহির করে নেয়। পরে ওই তিন ছিনতাইকারী তাকে হত্যা করার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করেন।
এ সময় তাকে কয়েক ঘন্টা আটকে রেখে মারধর শুরু করেন। রাত ১১ টার দিকে ট্রেন না আসায় তাকে জোড় পুর্বক টানা হ্যাচরা শুরু করেন। পরে পশ্চিম ফকিরপাড়া গ্রামের ওসমান কবিরাজ ওই রাতে ঘটনা স্থালে আসলে তাকে ছেড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাকে উদ্ধার করে বড়খাতা বাজার নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আলম খাঁ জানান, সেই দিন রাতে আমাকে একা পেয়ে মারধর এবং টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেন । তারা আমাকে রেল লাইনে বেঁধে হত্যা করবে বলে ট্রেনের জন্য অপেক্ষা করেন।
আজিজুল ইসলাম জানান,যাহারা আমার ছেলেকে বেঁধে রেখে নির্যাতন ও টাকা ছিনতাই করছেন তাদের বিচার করতে হবে। আমার ছেলেকে তারা হত্যা করত। আমরা বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান ও ফকিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কে বিষয়টি অবগত করছি।
হাতীবান্ধা থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আ:রাজ্জাক বলেন, মামলার ৩ নং আসামি চাদ মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের ধরার জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪৩   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ