“চিরসবুজ মনের গীতিকার জীবন মাহমুদের জন্মদিন আজ”

Home Page » ফিচার » “চিরসবুজ মনের গীতিকার জীবন মাহমুদের জন্মদিন আজ”
শনিবার, ১ জুলাই ২০১৭



---ওমর সানিঃ বঙ্গ-নিউজঃ  এসময়ের বেশ জনপ্রিয় গীতিকার জীবন মাহমুদ। উনি ময়মনসিংহ গোরীপুরের  শালিহার গ্রামে জন্ম গ্রহন করেন। উনার মনটা চিরসবুজের মত। খুব সাধারনভাবেই তার দৈনন্দিন জীবনের চলাফেরা। যার হৃদয়জুড়ে ভালবাসার আখড়া।  উনার ফ্রেশ হৃদয়ের কারনেই বের হয় হৃদয় কাড়া গানের লিরিকস এর শত শত মনকাড়া কথামালা। ২০১১ সালে উনার জীবনের প্রথম গান রিলিজ হয়। ১৯৯৫ সালে উনি লিখতেন প্রেমের গান। ১৯৯৯ সালে উনি প্রেমে ব্যর্থ হন। শিল্পী বেলাল খানের সাথে ২০০৫ সালে প্রথম দেখা হয়। বেলাল খানই উনার জীবনের প্রথম গানের সুর করে পূর্নতা দান করেন ২০১১ সালে।খালিদ হাসান মিলু উনার খুব প্রিয় শিল্পী।  বর্তমান সময়ের প্রিয় শিল্পী বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও মেয়েদের মধ্যে মোহনা নিশাদ। উনার প্রিয় সুরকারদের মধ্য নাজির মাহমুদ, বেলাল খান,,অভি আকাশ, মাহফুজ ইমরান ও মিলন অন্যতম,,উনার গীতিকার হওয়ার পেছনের মূল কারন,প্রেমের ব্যর্থতা।---বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এর জন্ম দিন নিবেদিত শুভেচ্ছা অবিরাম গানটি উনি লিখেছেন. যে গানটি যুবরাজ এর জন্মদিনের প্রথম কোন শুভেচ্ছামুলক গান। বিশিষ্ট গীতিকার জীবন মাহমুদের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছার যেন ঢল নেমে গেছে চারিদিকে। ---উনার জন্মদিন কে কেন্দ্র করে এ সময়ের প্রতিভাবান  ও মেলোডিতে শীর্ষে থাকা সুরকার মাহফুজ ইমরান বলেনঃ-


” এই শোন ” তোমরা কি জানো??? আজ চির সবুজ মনের বাংলা সঙ্গীতের বিশিষ্ট্য তরুণ গীতিকার ” জীবন মাহমুদ ” ভাই এর শুভ জন্মদিন,,,, আজকের এইদিনে, বাংলার আকাশ আলো করে তিনি এই পৃথিবীতে এসেছিলেন,,,, তিনি এমন একজন গীতিকার,,,  যিনার অনেক জনপ্রিয়,,,,  সুপার - ডুপার হিট গান আছে,,,  যা এখনো ১৬ কোটি মানুষের হৃদয় ছোঁয়ে যায়,,,, যেমনঃ সোনাপাখি,বাজী(বেলাল খান), প্রেমের নদী,  ” এই শোন ” (আসিফ - মোহনা), পূজারিনী (আসিফ - কনা),তোকে চাই (আসিফ - ঐশী) সহ আরো অনেক গান। তিনি ব্যাক্তিগত ভাবে সাদা মনের একজন মানুষ, নিরহংকার,,,, ---আমি মাহফুজ ইমরান ধন্য ও চির কৃতজ্ঞ যে, তাঁর অকৃত্রিম ভালোবাসার ছায়াতলে ঠাই পেয়েছি,,, তাঁর ১০/১২ টা গান আমিও সুর করেছি,,, এর মধ্যে উল্লেখযোগ্য  ”এই শোন” ( আসিফ - মোহনা ), চোখের তারায় (মোহনা), দিয়ে যাও ডাক ( ন্যান্সী - দৌলত হাসান), এতোদিন কোথায় ছিলে ( শরিফ - মোহনা),,,,,, এভাবেই যেন সুস্হ্য ও সুন্দর ভাবে এই পৃথিবীতে বেঁচে থাকেন যুগযুগ অনন্তকাল,,, ভালোবাসা অন্তহীন,,,,,,

গীতিকার জীবন মাহমুদ এর অন্যতম একজন ভক্ত আর জে রায়হান আসিফ বলেন----শুভেচ্ছা অবিরাম শুভ জন্মদিন আজ বাংলা গানের গীতিকার আমার প্রিয় বড় ভাইয়া Jibon Mahmud এর জন্মদিন. আপনি অনেক বড় মনের একজন মানুষ. আপনার ভালোবাসা আমাকে অনেক কিছু দিয়েছে. সেই অর্থে আমি আপনার জন্য কিছুই করতে পারিনি. আমার শ্রদ্ধেয় ভাবি আপু শুভেচ্ছা অবিরাম একজন অসাধারণ মনের মানুষ. আপনার পরিবারের জন্য আমার মন থেকে সব সময় দোয়া রইলো. পরিবারের সাথে হাসি খুশি ও আনন্দে থাকুন. আল্লাহ্ আপনার মনের সকল নেক আশা গুলো পূর্ণ করুক.  

বাংলাদেশ সময়: ১২:২৮:৫২   ১৯৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ