রাজধানীর দিয়াবাড়িতে লেকে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু

Home Page » আজকের সকল পত্রিকা » রাজধানীর দিয়াবাড়িতে লেকে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১ জুলাই ২০১৭



শাহরিয়ার হোসেন শিহাব বঙ্গ-নিউজঃ(তরিকুল ইসলাম)বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন ঢাকা কলেজ শিক্ষার্থী এসএম শাহরিয়ার হোসেন শিহাব (১৮)।শুক্রবার বিকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে লেকে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে মারা যান।

শিহাবের বাবা বেলায়েত হোসেন একজন বিমান কর্মকর্তা। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার মুক্তিযোদ্ধা রোডে বসবাস করতেন। শিহাব এবার ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

এবং তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেট হিসেবে ২০১৫ সালে যোগদান করেন। ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেট ইন-চার্জ সিইউও মু.তরিকুল ইসলাম জানান, ক্যাডেট শিহাব তার প্রতিভা দিয়ে সর্বদা মুখরিত রাখত এই প্লাটুন এবং বাংলাদেশ সেনা বাহিনীর ৭৮তম বিএমএ লং-কোর্স ISSB পরীক্ষার জন্য নির্বাচিত ছিলেন।তার আকষ্মিক মৃত্যুতে বিএনসিসি ঢাকা কলেজ প্লাটুনের সকল ক্যাডেট গভীর ভাবে শোকাহত।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিহাবের অন্যান্য বন্ধু রায়হান মিয়া (২০), উজ্জ্বল ইসলাম (১৯), তারেক হাসান (১৯) ও আজহার আহমেদকে (১৭) আটক করেছে পুলিশ।

উত্তরা ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিকাল ৫টায় দিয়াবাড়ী লেকের ৩নং ব্রিজের পাশে শিহাবসহ ৬ বন্ধু গোসল করতে নামে। গোসলে নেমে শিহাব সাঁতরে লেকের একপাড় থেকে অন্যপাড়ে যায়। পরে ফেরার পথে মাঝ লেকে ডুবে যায় শিহাব।

তবে সাঁতার ভালো না পারায় তার অন্য বন্ধুরা এসময় তাকে সাহায্য করতে পারেনি।

পরে উত্তরা ফায়ার স্টেশনের দমকল বাহিনী ও ডুবুরি দল মাঝলেক থেকে শিহাবের ডুবে যাওয়া লাশ উদ্ধার করে।

বর্তমানে শিহাবের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।আগামিকাল সকালে লাশ গ্রহন করে ঢাকায় জানাযা দিয়ে নিজ গ্রাম কুমিল্লায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন শিহাবের বাবা।

বাংলাদেশ সময়: ২:৩৯:০৫   ৬৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ