প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন সুচি

Home Page » বিশ্ব » প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন সুচি
বৃহস্পতিবার, ৬ জুন ২০১৩



suche-300x200.pngবঙ্গ- নিউজ ডটকমঃ মিয়ানমারে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অং সান সুচি।বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নাইপিতাও-এ পূর্ব এশিয়ার বিশ্ব অর্থনৈতিক ফোরমে দেওয়া ভাষণে বিশ্বনেতাদের উদ্দেশ্যে এই মনোভাব প্রকাশ করেন তিনি।

সুচি বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আর এটা পরিস্কারভাবেই আমি প্রকাশ করছি।

শান্তিতে নোবেলজয়ী এই নেতা আরও বলেন, যদি আমি বলি যে, আমি প্রেসিডেন্ট হতে ইচ্ছুক নই তবে তা আমার সততার পরিচায়ক হবে না।

এ সময় সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রচিত সংবিধানে সংশোধনীর দাবি জানান সুচি। ওই সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

সংবিধানে বলা হয়েছে, কোন ব্যক্তির জীবনসঙ্গী বা সন্তান অন্যকোনো দেশের নাগরিক হলে সেই ব্যক্তি দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবে।

সুচির প্রয়াত স্বামী মিখায়েল অ্যারিস এবং দুই ছেলে ব্রিটেনের নাগরিক। ধারণা করা হয়, সুচিকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের অযোগ্য করতেই এই আইন স্থাপন করা হয়েছে সংবিধানে।

দেশটির প্রেসিডেন্ট থিয়েন সেইনের আধা-বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর নাটকীয় সংস্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দেন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। আর এরই ধারাবাহিকতায় দেশটির ওপর থেকে উঠে যেতে থাকে পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞা।

উল্লেখ্য: মিয়ানমারের সামরিকজান্তা সরকারের রোষানলে পড়ে ১৫ বছর গৃহবন্দি থাকেন সুচি। ধারণা করা হয়, মিয়ানমারে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে সুচির নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বিজয়ী হবে।

বাংলাদেশ সময়: ২১:০৪:৩৩   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ