মায়া -আশরাফুল হাসান কাদেরি

Home Page » সাহিত্য » মায়া -আশরাফুল হাসান কাদেরি
শুক্রবার, ৩০ জুন ২০১৭



মায়া

-আশরাফুল হাসান কাদেরি

________________________

অবনীর এত মায়া, এত রূপ, এত হাসি-গান,
এসব ছাড়িয়া যাইতে কভু নাহি চাহে প্রাণ

কত লোকের সাথে মোর হইয়াছে ভালবাসা,
এত মায়া, এত রূপ, সবি মোর আশা।

হৃদ মাঝারে কত বুলি আওড়াই নিতি নীলিম আকাশ,
নিখিলের আবহাওয়া খেলে মোর চারিপাশ।

রাত্রি আকাশে চাঁদের হাসি, করে বিশ্বমুখে চুম্বন,
আচানক ভাবে চাহিয়া থাকি শুকতারা দু’নয়ন।

বর্ষার ঝড়োমেঘ, চমকিত চপলা দামিনী,
শরতের নীল মেঘে, আলোকিত মধুর বামিনী।

গ্রৈষ্মিক প্রবল উষ্ণ হাওয়ায় কাতর অন্তর
শীতের শৈত্য প্রবাহে কেঁপে উঠে তেপান্তর।

নিখিলের এত মায়া ভুলিবার কেহ চাহে না।
এত এত সব রত্নাদি ছাড়া জগতে কেহ বাঁচে না।

রম্য আকাশ, কুসুম সুবাস মায়াবী ছায়া দিয়ে লিখা,
গ্রাম্যগীতি, গ্রাম্যনীতি সবই মম চোখে দেখা।

হে দয়াময়! আজি তব শেষ আশা তোমারি চরণে,
মরণে এথা রেখো দেহ, হেরিব দু’নয়নে।

---

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০১   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ