ওমর সানিঃ বঙ্গ -নিউজঃ নন্দিত গীতিকবি বাকীউল আলম। সারাদেশে তুমুল জনপ্রিয়তা এই গীতিকবির। অসংখ্য হিট গান তিনি বাংলার গান পিপাসুদের উপহার দিয়েছেন। উনার অসাধারন কথারমালা যুগ যুগ মানুষের হৃদয়ে যায়গা দখল করে রাখবে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে-
বৃষ্টি পড়ে টাপুরটুপুর,,,, সেলিম চৌধুরী,, দস্যি ছেলে,,,, ব্যাথার আগুনে,,,,,,অশ্রু সজল চোখের তারায়,, বৈশাখী কোন এক রাতে,,, বড় বেশি মনে পড়ে,,, আসিফ,,,ঘুম ভাঙানো পাখি,,, পথ,,, আসিফ ন্যান্সি,, মরনের পর যদি,,, সাথী,ভুলে যেতে পারি,, রাত কেটে যায়,আমায় দুঃ খ দিয়ে,, তপন চৌধুরী,,, এই দুটি চোখে,,, তপন চৌধুরী সাবিনা ইয়াসমিন,, একাকী যখন থাকি,,, তোমাকে পাবার আশায়,,, শুভ্রদেব,,, সুখের পরে দুঃখ,,, সাবিনা ইয়াসমিন,, আমার বুকেরই ভিতরে,, দেখি যখনি তোমায়,, কুমার বিশ্বজিৎ,,, যে ভুলের কারনে,, জীবনেী প্রান্তে,, আমার এমনি কপাল,, মহেশ খালির মিষ্টি পান,,,ডলি সায়ন্তনী,,, সাত সাগর,,, আমি তোমায় নিয়ে,, এন্ড্রু কিশোর,, তুমি কষ্ট পাবে জেনেও,,, খালিদ হাসান মিলু,,, দেয়ালে কালির দাগ,,, স্বার্থের প্রয়োজনে,,, মনির খান,,, প্রেমের বিশ্ব,,, তুমি আমার এতো বেশি আপন,,, কনক চাপা,,চাদ জাগা এই রাতে,,, বলো তো নদী কেন মিশে মোহনায়,,, মনির খান,, বেবি নাজনিন,,, যার কপালের টিপ ছোঁয়ে,,, বাদশা বুলবুল,,, রঙিন খামে আসলো চিঠি,,, ইশ,,, মমতাজ,,, বহুদিন পর,,, মিশ্চিত পরাটজয়,,, এস ডি রুবেল,,, ও তার দৃষ্টিতে,, শাকিলা জাফর,,, বিরহের জলরঙে,, শাহনাজ রহমতুল্লাহ,,, আঙুলের ভাজে,,, ফিরে এসো নীলাঞ্জনা,,,তুমি কতো সুন্দর,,,, এক জনমের ভালোবাসা,,, এতো এত বড় পৃথিবীতে,,,নাসির,, অপলক দৃষ্টিতে,,, বিরহের নীল কালিতে,,, রুক্সি,,, জীবনের সব সুখ,,, সানাই,, সারথী,, আগুন,, যেন ফুল থেকে পাপড়ি,, আয়ুব বাচ্চু,,, নিশি রাতে আকাশের গায়,,, বুকেই বাইন্ধো ঘর,, এতো জ্বালা,, আঁখি আলমগীর,,, অভিযোগ,, অবশেষে জানলাম,,, মনের ভুলে,,, রবি চৌধুরী,,, অনামিকা,,,, এসেছো ফিরে তুমি,, পলাশ,,,, নীল আসমান,,, রঙধনু,,, হাসান ( ব্যান্ড স্বাধীনতা) পরী,,, চাঁদেরও হিংসা লাগে,, বিপ্লব ( ব্যান্ড প্রমিথিউস) স্বপ্ন,,, মোহনা নিশাদ,,, টান,,, কাজী শুভ,,, খেয়া,,,,
এছাড়া ও লাখো- কোটি মানুষের হৃদয়ের আসনে যায়গা দখল করে আছে অসংখ্য সুপারহিট গান।
এ সময়ের প্রতিভাবান সুরকার “মাহফুজ ইমরান” এই দেশ নন্দিত গীতিকারকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানান। সুরকার মাহফুজ ইমরান গীতিকবি বাকিউল আলমের বিবাহ বার্ষিকীকে কেন্দ্র করে বলেনঃ-
শুভ বিবাহ বার্ষিকী,,,,,,,,
২০০১ সালে আজকের এই দিনে,, বাংলাদেশের নন্দিত গীতিকবি ” বাকীউল আলম” সাহেব আর শামীমা চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৎকালীন সময় থেকে আজকের এই দিন পর্যন্ত অডিও ভূবন আলোকিত করা আলোচিত গীতিকবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।তিনার বিবাহ বার্ষিকীতে এই বাংলার ১৬ কোটি হৃদয়ের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা,, ভালোবাসা ও বিবাহ বার্ষিকীর অনিন্দ্য শুভেচ্ছা,,, শুভ বিবাহ বার্ষিকী….. এমনদিন যেন ফিরে আসে বারবার আপনাদের জীবনে,,, যুগযুগ,,, অনন্তকাল…..
তাঁর জীবনের সর্বপ্রথম গানের সুরকার ছিলেন,,, শ্রদ্ধেয় প্রণব ঘোষ,,, আর সর্বশেষ গানের সুরকার আমি মাহফুজ ইমরান,,, এর মাঝখানে বাংলাদেশের সব জনপ্রিয় শিল্পী গন তাঁর গানে কণ্ঠ দিয়েছেন,,, বাংলার যুবরাজ আসিফ আকবর,,, সেলিম চৌধুরী,, রবি চৌধুরী,তপন চৌধুরী, শুভ্রদেব, বাদশা বুলবুল, নাসির, পলাশ, মনির খান, এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু,, আগুন,আইয়ুব বাচ্চু, হাসান,মিজান, ডলি সায়ন্তনী, সাবিনা ইয়াসমিন,রুনা লায়লা,শাকিলা জাফর, সামিনা চৌধুরী, রিজিয়া পারভিন,বেবি নাজনিন, আঁখি আলমগীর শাহনাজ রহমতুল্লাহ,,রুক্সি, মোহনা নিশাদ, খেয়া ও ন্যান্সী সহ আরো অনেকেই,,, এপর্যন্ত তাঁর অগনিত জনপ্রিয় গান এখনো বাজে মানুষের অন্তরে অন্তরে,,,
আমার জীবনও ধন্য যে, এমন একজন নরম ও সাদা মনের মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি,,, আমার সৌভাগ্য যে আসিফ বস এর দুটি গান সহ, মোহনা নিশাদ ও এযুগের তরুন কণ্ঠি তারকার গান আমি সুর করার সুযোগ পেয়েছি,,, তার মধ্যে অন্যতম স্বপ্ন,,(মোহনা -আহমেদ), টান,, উড়নচন্ডী মন,কেউ জানেনা স্বপ্ন ঘুড়ি,, স্বপ্ন দেখতে ভালোবাসি,,,, এমন মানুষের জন্য হৃদয় থেকে কেবলই শ্রদ্ধা ও সীমাহীন সম্মান জানাই,,, তাঁর চলার পথে বিছিয়ে দিলাম আমার হৃদয়,,,, সালাম,,, গুরু,,,,,,, ভালো থাকবেন সব সময়,,, ভালোবাসা অন্তহীন,,,,,,,,
বাংলাদেশ সময়: ১৫:২২:৫৬ ১৭০৩ বার পঠিত