এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা

Home Page » জাতীয় » এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকে মামলা
বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭



---
বঙ্গ-নিউজঃ  বেসরকারি এবি ব্যাংকের ৩৮৩ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে রাজধানীর বনানী থানায় দুপুরে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল) এর চেয়ারম্যান এম মোরশেদ খান, পিবিটিএলের ভাইস চেয়ারম্যান আসগর করিম, পরিচালক নাছরিন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাইজার আহমেদ চৌধুরী, এম ফজলুর রহমান, শামীম আহম্মেদ চৌধুরী, মসিউর রহমান চৌধুরী, এবি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কর্মকর্তা সালমা আক্তার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মহাদেব সরকার সুমন, এবি ব্যাংকের এসভিপি ও রিলেশনশিপ ম্যানেজার সৈয়দ ফরহাদ আলম, আরশাদ মাহমুদ খান, মো. জাহাঙ্গীর আলম, একই ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (অপারেশন বিভাগ) শাহানুর পারভীন চৌধুরী, ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক জার-ই এলাহী খান ও রিলেশনশিপ অফিসার মো. কামারুজ্জামান।

দুদক সূত্র জানায়, এম মোরশেদ খান প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেডের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এবি ব্যাংকে ‘ব্যাংক গ্যারান্টির’ আবেদন করেন। এবি ব্যাংকের চারটি বোর্ড সভায় এ আবেদন কোনো প্রকার যাচাই-বাছাই না করে এবং জামানত ছাড়াই প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড (পিবিটিএল) এর ব্যবসার জন্য ব্যাংক গ্যারান্টি দেয়া হয়। ফলে এখানে দুর্নীতির মাধ্যমে এবি ব্যাংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, কমিশনের তদন্তে এবি ব্যাংকের ৩৮৩ কোটি ২২ লাখ ১০ হাজার ৩৬৩ টাকা ১৩ পয়সা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তদন্তে অর্থ আত্মসাতের সংশ্লিষ্ঠতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:২৯   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ