তিস্তায় নিখোঁজ হয়ে যাওয়া বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার!

Home Page » অর্থ ও বানিজ্য » তিস্তায় নিখোঁজ হয়ে যাওয়া বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার!
বুধবার, ২৮ জুন ২০১৭



---

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :তিস্তায় নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়ার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ভারতীয় সীমানার ৬নং মেইন পিলারের ৩নং সাব পিলারের ২২ বিএসএফের অরুন ক্যাম্পের কাছে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিকেলে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে দহগ্রাম সীমান্তে মেইন পিলার ৬-এ’র ৩ নম্বর সাব পিলারের কাছে আবুলের চর নামক একটি জায়গা থেকে তিনি নিখোঁজ হন।

---
বিজিবি সূত্রে জানা গেছে, সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নে কর্মরত হলেও তিনি লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দহগ্রাম বিজিবি ক্যাম্পে সংযুক্ত ছিলেন। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দহগ্রাম বিজিবি ক্যাম্পের হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল দহগ্রামের সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার এলাকায় তিস্তা নদীতে আবুলের চর যান। গরু পারাপারকারীকে ধরতে নদীতে নামেন বিজিবির সদস্য টুটুল মিয়া এসময় টুটুল মিয়ার নদীতে তলিয়ে যাওয়া দেখে ল্যান্স নায়েক সুমন মিয়া তাকে উদ্ধারের জন্য নদীতে নেমে নিখোঁজ হন।
বিজিবি, বিএসএফ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে তৎপরতা চালান।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৩৮   ১০৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ