কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সুধীন দাসের জীবনাবসান

Home Page » এক্সক্লুসিভ » কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সুধীন দাসের জীবনাবসান
মঙ্গলবার, ২৭ জুন ২০১৭



---
বঙ্গ-নিউজঃ   কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সুধীন দাস মারা গেছেন। আজ সন্ধ্যায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। সুধীন দাস এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুধীন দাস বিখ্যাত হয়ে উঠেছিলেন নজরুল সঙ্গীতে তার অনবদ্য অবদানের জন্য। জাতীয় কবির লেখা গানের স্বরলিপির সবচেয়ে বেশি বই প্রকাশ করেছিলেন সুধীন দাস। তিনি স্বরলিপির গ্রন্থগুলো লিখেছিলেন আদি গ্রামোফোন রেকর্ডের সুর ও বাণী অক্ষত রেখে।

সুধীন দাস নজরুল ইন্সটিটিউট থেকে ১৬টি এবং নজরুল একাডেমি থেকে পাঁচটি নজরুল সঙ্গীতের স্বরলিপি প্রকাশ করেন। মোট ২১ খণ্ডের এই স্বরলিপি নজরুল সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে বেশি স্বরলিপির সংকলন বলে মনে করা হয়।

নজরুল সঙ্গীতের পাশাপাশি লালন সঙ্গীতেও সমান দখল ছিলো সুধীন দাসের। তিনিই প্রথম লালন সঙ্গীতের স্বরলিপির গ্রন্থ লেখেন।

বাংলাদেশের সঙ্গীত জগতে যারা অনবদ্য অবদান রেখেছেন এবং বাংলাদেশের গানের জগতকে গতিময় রেখেছেন, সুধীন দাস তাদের অন্যতম। এই সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত বিশেষজ্ঞ ১৯৩০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন।

সুধীন দাসের পরিবারসূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ সময় ধরে রোগভোগের কারণে সুধীন দাসের শরীর ক্রমশ ভেঙে পড়েছিলো। জানা গেছে, ঈদের দিন রাতে (২৬ জুন) তার শারীরীক অবস্থার অবনতি হয়। পরে ২৭ জুন সকালে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

২৭ জুন আর কোনো কথাবার্তা বলতে পারেননি সুধীন দাস। দিনের শেষভাগে এসে তার মস্তিষ্ক সাড়া দিতে অক্ষম হয়ে পড়ে এবং সন্ধ্যা সাতটার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল তার মরদেহ নজরুল ইন্সটিটিউটে এবং পরে সেখান থেকে জাতীয় শহিদ মিনারে নেয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩৩:১৮   ৫৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ