চির শীতে - আনিস বিন ছিদ্দিক বিন মিয়ারাজ

Home Page » সাহিত্য » চির শীতে - আনিস বিন ছিদ্দিক বিন মিয়ারাজ
মঙ্গলবার, ২৭ জুন ২০১৭



---

আছে কত কিছু এই পৃথিবীতে,
আকাশে-বাতাসে, দূর নক্ষত্রে,
জলে-স্থলে-পাতালে, চোখের আড়ালে।
তোমারও আছে অনেক কিছু:
স্বজন, বুকে সুজন, বন্ধুরা পিছু।
তবু যখন সামনে এসে দাঁড়ালে,
কত সহজে আমাকে মাতালে।
আমার ছিল না প্রায় কিছ্ইু,
শুধু ইচ্ছা ছিল তোমাকে একটু ছুঁই।
তুমি ছিলে উর্বরা সেই ভুঁই,
যাতে স্বপ্ন বুনি, স্বপ্ন রুই।
তাই সব কিছু ভুলে, সব কিছু ফেলে,
গিয়েছি ছুটে তোমার দিকে,
পতঙ্গ যেমন ছোটে আগুনের দিকে,
নদীর স্রোত ধায় সমুদ্রের দিকে,
মানুষ ছুটে যায় বাস্তুভিটার দিকে।
ছিল নিয়তির সিল আমার পিঠে-বুকে;
কিছুই হারায় না আমাকে হারালে,
তাই সহজে আমাকে মাড়ালে।
কত কথা, কাব্য-কাহিনী, সুখ-ব্যথা
মধুর স্বরে আমাকে শোনালে,
সব পুরনো ছবি আমাকে দেখালে,
রোমাঞ্চের কত পথ আমাকে চেনালে।
অতঃপর পীর-দরবেশের মতো বোঝালে,
আমার চাওয়া-পাওয়া আন্তরিক-নির্ভিক,
তবে তা অসম্ভব-অস্বাভাবিক।
দোষ নেই স্বপ্ন-সাধে হৃদয় দোলালে,
দোষ হবে শুধু হাত বাড়ালে।
বলেছেন, কতবার কতভাবে গুরুজনে,
দিও না আঘাত কারো মনে।
জেনেছি, কত পাপ স্বপ্ন পোড়ালে,
কারো ঘরের খুঁটি নাড়ালে।
তাই নদীর কূলে বসে, এই ভাগ্যকে দুষে,
স্বপ্ন ও সাধের এই পৃথিবীকে ভালবেসে,
শুধু ঢেউ দেখি, ঢেউ গুণি হেসে হেসে।
হলো না পাওয়া এই ভুবনে,
হলো না জানা এই জীবনে,
কী আছে, আর কী আনন্দ খেলে
পদ্মা-মেঘনা-যমুনার জলে?
হায়! কত স্বপ্ন, সাধ, অভিপ্রায়
এই প্রাণে তুমি যে জাগালে,
কত দুঃখ, ব্যথা, কাতরতা সহজে ভুলালে,
চোখের জল শাড়ির আঁচলে মোছালে,
কত যে রঙে এই জীবন রাঙালে,
কত সুরে এই মন মজালে,
কত সুখে এই প্রাণ ভরালে।
পরিশেষে, সব আলো নেভালে,
ভরা নাও নিমেষেই ডুবালে,
নির্বিকারে দুরন্ত এই আমাকে থামালে,
সহজে এক হাতেই সরালে।
কী যে ব্যাপ্ত এক আঁধার ঘনালে;
দেহ-মন, জীবন-যৌবন চির শীতে কাঁপালে,
অদ্ভূত এক মায়ায়, এই দুনিয়ায় প্রাণটি জড়ালে।

---

বাংলাদেশ সময়: ১৩:৩৩:০৬   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ