ভারতের গরু পাচারকারী কে ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বিজিবি উদ্ধারে হেলিকপ্টার!

Home Page » বিবিধ » ভারতের গরু পাচারকারী কে ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বিজিবি উদ্ধারে হেলিকপ্টার!
মঙ্গলবার, ২৭ জুন ২০১৭



 ---

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়াকে এখনো খোঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ঢাকা থেকে হেলিটপ্টার পাঠানো হচ্ছে।
এদিকে সুমন মিয়ার নিখোঁজ হওয়ার খবরে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন। এরই মধ্যে তাদের দুইজন ঘটনাস্থলে পৌঁছেছেন।
জানা যাচ্ছে এরই মধ্যে ঢাকা থেকে বিজিবির একটি হেলিকপ্টার লালমনিরহাটের তিস্তা নদীর উদ্দেশে রওয়া হয়েছে।
লালমনিরহজাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারতীয় তিনটি ও বিজিবির তিনটি স্পিড বোট তিস্তায় বিজিবি সদস্যের সন্ধানে তৎপরাত চালাচ্ছে। এছাড়া বিজিবির ডুবুরি দল তিস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে।
তিনি সাংবাদিকদের আরো জানান, স্থানীয় সাধারণ মানুষে নিখোঁজ বিজিবির সদস্যের সন্ধানে খোঁজাখুঁজি করছে। ঘটনাস্থএল উপস্থিত থেকে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম আজাদ মনিটরিং করছেন। উপস্থিত আছেন তিনিসহ দহড়্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
তিনি জানান, তিনিসহ তিস্তা ব্যারেজ পয়েন্টে অবস্থান করছে রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মুহিত। এছাড়া বিভিন্ন পয়েন্টে বিজিবির প্রায় দেড় থেকে দুই শতাধিক সদস্য তিস্তার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছেন।
এর আগে সোমবার (২৬ জুন) দিবাগত রাত ২টার দিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে তিস্তা নদীতে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে নিখোঁজ হন বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়া। সুমন মিয়া রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্য। কিন্তু তিনি ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৩৯   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ