ঈদ-আনন্দ সবাই পাক - খালেদ হোসাইন

Home Page » সাহিত্য » ঈদ-আনন্দ সবাই পাক - খালেদ হোসাইন
সোমবার, ২৬ জুন ২০১৭



---

ঈদ মানে তো শপিং মল
নানা রঙে কী উজ্জ্বল!
আর কত যে উপকরণ
আর কত যে তাদের ধরন!
কারো চক্ষু ছানাবড়া
কারো চক্ষু কী উচ্ছল!
জামা কেনে লক্ষ টাকায়
জুতো কয়েক হাজারে
এই না হলে প্রাণ ভরে না
গেলে ঈদের বাজারে!
মধ্যবিত্ত মার্কেটে যায়
নিম্নবিত্ত ফুটপাথে
পুলিশ তাদের তাড়া করে
হাতে লাঠি বুট পা’তে।
বিত্তহীনরা খুঁজতে থাকে
বড় লোকের বাড়ি
সেইখানেই মিলতে পারে
লুঙ্গি কিংবা শাড়ি।
মধ্যরাতে লাইনে দাঁড়ায়
ভোরে জনসমুদ্র
হৈ হল্লা মারামারি
আহা, মানুষ কী ক্ষুদ্র!
লোকের ভিড়ে দেয়াল ভাঙে
মানুষ পড়ে চাপা
সংখ্যা কত আশঙ্কা হয়
তাতে লুকোছাপা।
ঈদের দিনে কত ঘরে
গোশ পোলাওয়ের ঘ্রাণ
কিন্তু কোনো কোনো ঘরে
আনন্দ নিষ্প্রাণ।
এ দৃশ্য বদলে যাক
ঈদ-আনন্দ সবাই পাক!

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৭   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ