লালমনিরহাটে বসতবাড়িতে হামলা-লুটপাট:গর্ভবতী নারীসহ আহত-৫

Home Page » বিবিধ » লালমনিরহাটে বসতবাড়িতে হামলা-লুটপাট:গর্ভবতী নারীসহ আহত-৫
শুক্রবার, ২৩ জুন ২০১৭



bongo-news_6296346768273023572_n.jpg

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাটে জমি দখল করতে বসতবাড়িতে হামলা চালিয়ে বসতভিটা ভেঙ্গে পুকুরে ভেসে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
হামলায় এক অন্তঃসত্ত¡া নারীসহ অন্য ৩ নারী ও ১৮ মাসের এক শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে। আহতরা হলেন, আরজিনা বেগম (৩০), জাহানারা বেগম (২৪), খাদিজা বেগম (২৩) ও পাঁচ মাসের অন্তঃসত্ত¡া শাহানা বেগম (২১)। এছাড়া হামলায় দেড় বছরের শিশু মাসতুরাও আহত হয়।
আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করার পর দুইদিন চিকিৎসা নেয়। এ ঘটনায় সোমবার রাতে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল কালাম। তবে পরিবারটিকে ঘায়েল করতে উল্টো আহত নারীদের এবং ঘটনার সময় উপস্থিত না থাকলেও পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত রাজেন্দ্রনাথ বর্মনের পুত্র ননী গোপাল (৪৫) ও মৃত আব্দুস ছামাদের পুত্র মেনহাজ (৩৫) এর সাথে প্রতিবেশী আনিছার রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে আনিছার আদালতে একটি মামলাও করেন। এরই জের ধরে গত রবিবার দুপুরে ছামাদ ও ননী গোপাল ২০/২৫ জনের দলবল নিয়ে জমি দখল করতে উক্ত জমিতে থাকা আনিছারের দুই পুত্র আবুল কালাম ও সাইদুলের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে কোন পুরুষ মানুষ ছিল না। প্রথমে তারা বাড়ির বেড়া ও ঘরের খুঁটি ভেঙ্গে ফেলে। এতে বাঁধা দিলে কালামের স্ত্রী জাহানারা, সাইদুলের স্ত্রী খাদিজা ও তার দেড় বছরের কন্যা মাসতুরা, সিরাজুলের গর্ভবতী স্ত্রী শাহানা, আব্দুলার স্ত্রী আরজিনা আহত হয়।
পরে হামলাকারীরা ঘরের চাল ও বেড়া খুলে ফেলে পাশের পুকুরে ফেলে দেয়। এসময় তারা ঘরের আসবাবপত্র ও গৃহস্থালী তৈজসপত্র ভাংচুর করে পানিতে ফেলে দেয়। এক পর্যায়ে সুযোগ বুঝে ঘরের শোকেচে থাকা পঞ্চাশ হাজার টাকা ও দামী তৈজসপত্র লুট করা হয় বলে পরিবারটির লোকজনের দাবী।
পরে লোক মারফত খবর পেয়ে কালাম ও তাঁর ভাইয়েরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হক জাানান, আহতদের শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের মধ্যে গর্ভবতী শাহানা পেটে আঘাত পেয়েছিল। তবে দুইদিন চিকিৎসার পর শঙ্কামুক্ত হওয়ায় সকলকে হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে।
এ দিকে ঘটনার পরদিন সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই বাড়ির খাট-টেবিলসহ অন্যান্য কিছু আসবাবপত্র ভাঙা অবস্থায় রাস্তার পশে এবং পাশের পুকুরে পড়ে আছে।
হামলার ঘটনায় আনিছারের পুত্র কালাম বাদী হয়ে ননী গোপাল ও মেনহাজ সহ আরও ২০/২৫ জনের নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে পরিবারটিকে ঘায়েল করতে উল্টো আহত নারীদের এবং ঘটনার সময় উপস্থিত না থাকলেও পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
এব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরেশ্বর বর্মন জানান, ঘটনার দিন তিনি ছুটিতে থাকায় বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০:১৬:৩৯   ৫০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ