বাংলাদেশি সাইট হ্যাকের প্রতিবাদে কলকাতা স্টক এক্সচেঞ্জের সাইট হ্যাক

Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশি সাইট হ্যাকের প্রতিবাদে কলকাতা স্টক এক্সচেঞ্জের সাইট হ্যাক
সোমবার, ১৯ জুন ২০১৭



hacker arrestবঙ্গ-নিউজঃ ভারতের একটি হ্যাকার গ্রুপ দ্বারা বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক হওয়ার প্রতিবাদে কলকাতার ‘দ্যা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ লিমিটেড’র সিএসই-ইন্ডিয়া ডটকম (www.cse-india.com) হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা।

‘সাইবার ৭১’ নামে একটি বাংলাদেশি একটি হ্যাকার গ্রুপ সিএসই-ইন্ডিয়া ডটকম হ্যাক করেছে বলে দাবি করে।

সিএসই-ইন্ডিয়া ডটকম হ্যাক করার পর বাংলাদেশের আর কোনো ওয়েবসাইট আক্রমণ করলে কড়া জবাব দেয়া হবে বলে জানায় ‘সাইবার ৭১’।

গ্রুপটি তাদের ফেসবুক পেজে লিখে, ‘বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকের প্রতিবাদে কলকাতা স্টক এক্সেঞ্জের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করা হলো। যদি বাংলাদেশি আরেকটা ওয়েবসাইটে নজর দেয়া হয় তাহলে ভারতের সাইবার স্পেসের জন্য আরেকটি ইতিহাস হয়ে যাবে।’

এর আগে ভারতের একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (http://www.ictd.gov.bd) হ্যাক করে।

‘লুলজসেক ইন্ডিয়া’ নামের ওই হ্যাকার গ্রুপটি নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দেয়। ওয়েবসাইটটি হ্যাক করার পর ওই হ্যাকার গ্রুপের রাহু নামের একজন দাবি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটটি এখন তার দখলে আছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বাংলাদেশ আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, গতকাল বিকাল পাঁচটার মধ্যেই ওয়েবসাইট উদ্ধার হয়ে গেছে।

উল্লেখ্য, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না রাখায় মাঝে মাঝেই বাংলাদেশের সরকারি ওয়েবসাইট বিভিন্ন দেশের হ্যাকারদের দ্বারা হ্যাকড হয়ে থাকে। গত বছর সরকারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ২০১২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০:১১:২১   ৪৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ