ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকে পড়েছেন বাংলাদেশের পর্বোতারোহী মুসা ইব্রাহীম

Home Page » প্রথমপাতা » ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে আটকে পড়েছেন বাংলাদেশের পর্বোতারোহী মুসা ইব্রাহীম
রবিবার, ১৮ জুন ২০১৭



মুসা ইব্রাহীমবঙ্গ-নিউজঃ ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতে দুই সহআরোহীকে নিয়ে আটকে পড়েছেন বাংলাদেশের পর্বোতারোহী মুসা ইব্রাহীম। শনিবার (১৭ জুন) মুসার সহআরোহী সত্যরূপ সিদ্ধান্ত স্যাটেলাইট ফোন থেকে তাদের খাবার শেষ হয়ে যাওয়ার বার্তা পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন মুসার স্ত্রী উম্মে সরাবন তহুরা। তাদের আরেক সহআরোহীর নাম নন্দিতা।
উম্মে সরাবন তহুরা  বলেন, ‘মুসা বেজ ক্যাম্পে আটকে পড়েছে। আজকে তাদের খাবারও ফুরিয়ে গেছে। কিন্তু আবহাওয়ার এতটাই প্রতিকূল যে তাদের উদ্ধার করতে হেলিকপ্টারও যেতে পারছে না।’
এর আগে মুসা ইব্রাহীমের বোন নূর আয়েশার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় মূসা ও তার সহআরোহীদের এই বিপদের খবর। আয়েশাকে উদ্ধৃত করে মুসার শুভানুধ্যায়ী ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান তার ফেসবুক পেজে লিখেছেন, ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে মুসা ইব্রাহীম তার দলসহ অটকা পড়ে আছেন। খাবার সঙ্কটে ভুগছেন তারা।
আব্দুল মান্নান লিখেছেন, ‘আমি বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীমের কথা বলছি। তিনি কথা দিয়েছিলেন সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত চূড়ায় উড়িয়ে দেবেন লাল সবুজের পতাকা। জাতিকে দেওয়া ওয়াদা পূরণ করতে গিয়ে আজ তিনি চরম বিপদগ্রস্ত। ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেজ ক্যাম্পে অটকা পড়ে আছেন আজ তিন দিন। খাবার সঙ্কটে ভুগছে পুরো টিম।’
আব্দুল মান্নান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মুসার বড় বোন নূর আয়েশার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে কথা হয় আজ। তিনি জানান, সকালে হেলিকপ্টারের মুসা ও তার দলকে উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনূকুলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে কী ঘটতে যাচ্ছে, তাও জানা নেই তার। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন তিনি। দূতাবাস থেকে তাকে জানানো হয়েছে, আগামী সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কিনা, সেটিই আমার বড় আশঙ্কা।’
উল্লেখ্য, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন মুসা ইব্রাহীম। তিনি ২০১০ সালের ২৩ মে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট জয় করেন। পরে ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোর চূড়া জয় করেন মুসা। তার সঙ্গী ছিলেন নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এমএ সাত্তার।

এভারেস্ট জয়ের মুহূর্তে মুসা ইব্রাহীম (ছবি- উইকিপিডিয়া থেকে নেওয়া)

বাংলাদেশ সময়: ০:২২:২৬   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ