আবার ভারি বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

Home Page » প্রথমপাতা » আবার ভারি বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা
শনিবার, ১৭ জুন ২০১৭



Image result for ভারি বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কাবঙ্গ-নিউজঃ মৌসুমী বায়ুরপ্রভাবে শনিবার সিলেট ও চট্টগ্রামে অতি ভারি বৃষ্টি হতে পারে বলেআভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রবল বৃষ্টিতে সেখানকার পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

ভারি বৃষ্টিতে পাহাড় ধসেইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে ১৫৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাঙামাটিতে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণাকালে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, নতুন করে ভারি বর্ষণে ভূমি ধসের শঙ্কায় লোকজনকে নিরাপদে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে।

এবারের ভারি বর্ষণে রাঙামাটির পাহাড়ের চূড়াভেঙে গেছে জানিয়ে তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক, এটা ভবিষ্যতের জন্য শিক্ষা। পরিস্থিতি মোকাবেলায় সচেতন রয়েছে প্রশাসন।”

গত এক সপ্তাহ ধরে টানা ভারি বৃষ্টি চলছে রাঙামাটিসহ দেশের অধিকাংশ এলাকায়। বৃহস্পতিবার রাঙামাটিতে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় কুতুবদিয়ায় ১৪২ মিলিমিটার।

অতি ভারি বৃষ্টির সতর্কতার বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার বিকাল ৫টা পর্যন্ত সিলেট ওচট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতি ভারি বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়িএলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগেরঅনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী সোমবার পর্যন্তবৃষ্টির এইধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:৪৭:৫২   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ