পাটগ্রামে আসামীর জন্য মা-বোন,স্ত্রী গ্রেফতার : অবশেষে আত্মসমর্পণ!

Home Page » বিবিধ » পাটগ্রামে আসামীর জন্য মা-বোন,স্ত্রী গ্রেফতার : অবশেষে আত্মসমর্পণ!
শুক্রবার, ১৬ জুন ২০১৭



 

বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ি লিটন হোসেন ফুলমিয়া (২৫) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানা পুলিশের কাছে হাতকড়া সহ আত্মসমর্পণ করেন।
লিটনকে পালিয়ে যাওয়ার সহযোগীতা করায় এর আগে বুধবার রাতে তার মা তহিরন বেগম (৪৩) ও তার বোন এইচ এসসি প্রথম বর্ষের ছাত্রী নাহিরন আক্তার খুশি, অপর বোন মুন্নি (১৬) ও তার স্ত্রী রজিনা বেগম (২০) আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত পাঁচজনকে আটক করছে।
বাউরা ইউপির ১ নং ওয়ার্ড সদস্য আসাদুল ইসলাম জানান, বৃহস্পতিবার পুলিশ লিটনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ও তার বোনকে আটক করে। এ খবর শুনেই লিটন বাউরা ইউনিয়ন আনসার ভিডিপির সদস্য ও বাউরা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে পুলিশের নিকট আত্মসমর্পণ করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) হালিম জানান, এ ঘটনায় লিটনসহ মোট পাঁচজনকে আটক করা। লিটনকে মাদক দ্রব্য আইনে গ্রেফতার করা হয়েছে। আর তার স্ত্রী, বোন ও মাকে পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামী পালিয়ে যাওয়ার সহযোগীতা করায় কারণে গ্রেফতার করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর ঘটনার সত্যতা নিশিচত করে জানান, আসামীকে পালিয়ে যাওয়ার সহযোগীতা কারা ও পুলিশের কাজে বাধা দেওয়ায় লিটনের স্ত্রী, মা ও দুই বোনকে আটক করা হয়েছে। লিটনসহ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় মাদক দ্রব্যসহ লিটককে আটক করে পুলিশ। এসময় লিটককে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয় তার পরিবারের লোকজন। আর লিটন পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৫   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ