বাংলাদেশ সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

Home Page » ক্রিকেট » বাংলাদেশ সফরের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
শুক্রবার, ১৬ জুন ২০১৭



বঙ্গ-নিউজঃ সফরটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু অক্টোবরের সে টেস্ট সিরিজ বাতিল হয়ে যায় নিরাপত্তাঝুঁকিতে। অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সে সফর স্থগিত হয়ে যায়। তবে এ বছরের শুরুতেই বাংলাদেশে সফরের নিশ্চয়তা দেয় অস্ট্রেলিয়া। আগামী আগস্ট-সেপ্টেম্বরেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। দুই টেস্টের এ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
২০১৫ সালের অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু অস্ট্রেলীয় সরকার এক সতর্কবার্তায় বলেছিল, নির্দিষ্ট করে ঠিক সফরের ওই সময়টি উগ্রবাদীদের অস্ট্রেলীয় ‘স্বার্থে’র ওপর জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। ফলে একদম শেষ মুহূর্তে বাংলাদেশে দল পাঠানো থেকে বিরত থাকে তারা। এরপর ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। তবে ২০১৬ সালে সফলতার সঙ্গে ইংল্যান্ড সফর করে যাওয়ায় আশ্বস্ত হয় অস্ট্রেলিয়া। ওই সফরেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তাপ্রধান শন ক্যারল এসেছিলেন বাংলাদেশে।
শন ক্যারলের দেওয়া প্রতিবেদন অনুযায়ী এ বছরের শুরুতে বাংলাদেশকে সফরের নিশ্চয়তা দেয় অস্ট্রেলিয়া। আজ ১৩ সদস্যের দল ঘোষণা করে সে সিদ্ধান্তের পক্ষে এক ধাপ এগিয়ে গেল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে দল ঘোষণায় কিছুটা চমক রেখেছে অস্ট্রেলিয়া। দলের সেরা বোলার মিচেল স্টার্ককে রাখা হয়নি দলে। চোট কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ফেরা এ ফাস্ট বোলারকে বিশ্রামে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। তাঁর বদলে ডাক পেয়েছেন জেমস প্যাটিনসন। আর ভারতের বিপক্ষে পুনে টেস্ট জেতানো স্টিভ ও’কিফকে বাদ দেওয়া হয়েছে। ৭০ রানে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলীয় রেকর্ড গড়েও বাকি সিরিজ ভালো কাটেনি তাঁর। ও’কিফের বদলে দলে ডাকা হয়েছে আরেক বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগারকে। এ ছাড়া পূর্ণ শক্তির দলই রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে। দলের ১৪তম সদস্য হিসেবে কাকে ডাকা হবে সিদ্ধান্ত আগামী মাসে নেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দুই টেস্টের এ সিরিজ শুরু হচ্ছে ২৭ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৪৬   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ